ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র দখলের চেষ্টা করেছে নৌকার সমর্থকরা। রোববার (৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১১ সমর্থক ও এক নারী আনসার সদস্য হয়েছেন।
স্থানীয়রা জানান, হিতামপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের সমর্থকদের ওপর হামলায় দুজন আহত হন। মনোহরপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এ হামলা হয়। আহত আনোয়ার হোসেন নিপু ও শিমুলকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের সঙ্গে নৌকা প্রতীকে সমর্থকদের সংঘর্ষ হয়। আহত হন এক নারী আনসার সদস্যসহ আটজন। এতে আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
শৈলকুপা সিটি কলেজ কেন্দ্রে ট্রাক প্রতীকের সমর্থক সাগর শেখ ও জাফর নামে দুজনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে নৌকার সমর্থকরা। জাহিদ ও দাউদ নামে দুজনের নেতৃত্বে এ হামলা হয়। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন