আলোচিত চিত্রনায়িকা পরীমণি। নানা ইস্যুতে বিভিন্ন সময় খবরের শিরোনাম হন তিনি। সম্প্রতি স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন বিতর্কিত এই নায়িকা।
অবশ্য সন্তান হওয়ার পর থেকে ‘রাজ্য’কে নিয়েই বেশ সরব পরী। জীবনের সব অতীত ভুলে মাঝেমধ্যেই নিজের ডানা মেলে রাজ্যকে নিয়ে উড়তে বেরিয়ে পড়েন তিনি। যা নিজেই শেয়ার করেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভক্তদের সঙ্গে প্রতিমুহূর্তের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন সেখানেই। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৭ জুন) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরী। যেখানে ছেলে রাজ্যকেও দেখা গেছে মায়ের সঙ্গে।
ছেলেকে কোলে নিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন পরীমণি। ছবিতে তাকে পিংক রঙের একটি স্লিভলেস টি-শার্ট ও ট্রাউজারে দেখা গেছে। আর ছেলের পরনে কালো ও হলুদ রঙের টি-শার্ট ও শর্ট প্যান্ট।
অভিনেত্রী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আকাশটা ঠিক জীবনের মতো। এত সাদা, এত নীল। এই আবার মেঘ। জীবনও তাই। কত যে রং তার…।’ এরপরই তিনি লেখেন, ‘আমরা একটু মর্নিং ওয়াকে গেছিলাম।’
মন্তব্য করুন