আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিলেন চিত্রনায়ক ড্যানি সিডাক। কালবেলার সঙ্গে একান্ত আলাপে তিনি বলেন, শুনলাম দুটি প্যানেল হতে যাচ্ছে। আমরাও একটি প্যানেল দেব নির্বাচনে।
কেন নির্বাচনে দাঁড়াবেন এমন প্রশ্নের জবাবে ‘বনের রাজা টারজান’ খ্যাত নায়ক বলেন, দেখুন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতেও পর পর তিনবার সিনিয়র সহসভাপতি ছিলাম। শিল্পী ও ইন্ডাস্ট্রির মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। বিগত বছরগুলোতে সমিতি নিয়ে বিভিন্ন বিতর্কের ঘটনা সবাই দেখেছেন।
ড্যানি সিডাক বলেন, শিল্পীরা হলেন ফুলের মতো, তারা এসব বিতর্কিত বিষয় পছন্দ করেন না। যেহেতু আমি দায়িত্বশীল পদে একটা সময় ছিলাম। আমি জানি শিল্পীদের চাওয়া। এ ছাড়া সিনেমার অবস্থা আগের মতো নেই। সিনেমার উন্নয়নেও শিল্পী সমিতির ভূমিকা রাখা প্রয়োজন। আমরা প্যানেলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। তপশিল ঘোষণার পরে পুরো প্যানেলের ঘোষণা দেব। তার আগে আমরা নিজের মধ্যকার কাজ এগিয়ে নিচ্ছি। মূলত শিল্পীদের স্বার্থে কাজ করতে চাই।
‘সুপারম্যান’-এর নায়ক আরও বলেন, অনেকেই নির্বাচনের আগে বড় বড় ঘোষণা দেন। কিন্তু পরে সেসব পূরণ করেন না। এটা নিয়ে সাধারণ শিল্পীদের মাঝেও ক্ষোভ রয়েছে। তাদের মধ্যে থেকেও অনেকেই আমাকে নির্বাচন করার কথা বলেছেন। আমি চেষ্টা করব শিল্পীদের প্রত্যাশা পূরণের।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন হবে চলতি বছরের ১৯ এপ্রিল। এখন পর্যন্ত ডিপজল-মিশা প্যানেল করবেন বলে জানিয়েছেন। এই প্যানেল থেকে সভাপতি নির্বাচনের সম্ভাবনা রয়েছে মিশা সওদাগরের। সেক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন মনোয়ার হোসেন ডিপজল। অন্যদিকে নিপুন আক্তার আরেকটি প্যানেল নিয়ে এগোচ্ছেন। তিনিও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। তবে তার প্যানেলে সভাপতি কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।
মন্তব্য করুন