চোরের গুলিতে জেনারেল হসপিটাল খ্যাত অভিনেতা জনি ওয়াক্টর নিহত হয়েছেন। শনিবার (২৫ মে) ভোররাতে তিনি নিহত হন। খবর: দ্য গার্ডিয়ান, ভ্যারাইটি
শনিবার ভোর ৩টা ২৫ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে এ হত্যাকাণ্ড ঘটে। মৃত্যুকালে এ অভিনেতার বয়স হয়েছিল ৩৭ বছর। জনির মা স্কারলেট ওয়াক্টর গণমাধ্যমকে বলেন, ওই সময় জনি তার সহকর্মীর সঙ্গেই ছিল। তারা তিন ব্যক্তিকে কনভার্টার চুরি করতে দেখতে পায়। সঙ্গে সঙ্গে জনি এগিয়ে যায়। ওদের সঙ্গে লড়তে জনিকে বাধা দিয়েছিলাম। অথচ ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন আমার ছেলেকে গুলি করে।
এদিকে লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস জানান, গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। তখন চোরদের মুখোমুখি হন ওই গাড়ির মালিক। চোরদের একজন ওই ব্যক্তিকে গুলি করে। তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে এখন পর্যন্ত পুলিশ দোষীদের শনাক্ত করতে পারেনি।
মন্তব্য করুন