বাংলাদেশ-নিউজিল্যান্ড যৌথ উদ্যোগে পরিচালিত স্যান্ড্রা ফুডস ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকা শহরের অন্যতম জনপ্রিয় ও দ্রুত বর্ধনশীল রেস্তোরাঁ, বেকারি এবং ক্যাফে চেইন শপ। ৯ মে ঢাকার বনশ্রী আবাসিক এলাকায় অবস্থিত স্যান্ড্রার আউটলেটে এক উৎসবমুখর পরিবেশে উপস্থাপক, মডেল ও উন্নয়নকর্মী সাদিয়া রশ্মি সূচনা এই চেইন ফুড শপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পথচলা শুরু করলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যান্ড্রার ম্যানেজিং ডিরেক্টর তাজবিহ হোসেন ও ডিরেক্টর ফাইন্যান্স সৈয়দা উমমুল হাফসা। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্যান্ড্রা টিম।
ফুডি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ প্রসঙ্গে সূচনা বলেন, ‘এটি প্রথমবারের মতো কোনো ফুড ব্র্যান্ডের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে আমার পথচলা। স্যান্ড্রার প্রতিটি ফুডই মজার ও মানসম্মত। তাই একজন ফুডি ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্যান্ড্রার সঙ্গে আমার জার্নিটা একই সঙ্গে আনন্দের ও চ্যালেঞ্জিংও হবে। কারণ আমি জানি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব অনেক।’
স্যান্ড্রার ম্যানেজিং ডিরেক্টর তাজবীহ হুসেইন বলেন, ‘একটি পরিপূর্ণ ব্র্যান্ড হয়ে ওঠার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম ও ভালোবাসা জড়িত। সূচনা আমাদের এই জার্নিটাকে আরও সহজ ও প্রাণবন্ত করবে। আর আমাদের চেষ্টা থাকবে, সময়ের সঙ্গে সঙ্গে গ্রাহককে আরও মানসম্পন্ন সেবা প্রদান করা।’
মন্তব্য করুন