বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

স্থানীয়দের হামলায় বাকৃবির ৫ শিক্ষার্থী আহত

বাকৃবি শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা
বাকৃবি শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকার স্থানীয়রা। হামলার ঘটনায় ঈশা খাঁ হলের ৪ জন ও মওলানা ভাসানী হলের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এটা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে আবারও প্রশ্নবিদ্ধ করছে।

এ ধরনের কাজের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাত ১১টার দিকে এসব ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা শেষমোড়ের দিকে রাতের খাবার খেতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, চোর সন্দেহে আটকের ঘটনায় ঘটনার সূত্রপাত হয় সকাল ১১টার দিকে। সে সময় কয়েকজন বহিরাগত হল প্রাঙ্গণে প্রবেশ করলে শিক্ষার্থীরা চোর সন্দেহে তাদের আটক করেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে হল কর্তৃপক্ষের হস্তক্ষেপে শিক্ষার্থীরা ওই বহিরাগতদের ছেড়ে দেন। এরই জেরে রাত ১১টার দিকে শেষমোড় এলাকায় গেলে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

একপর্যায়ে বহিরাগতদের লোহার পাইপের আঘাতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় এবং অন্য একজন শিক্ষার্থীর নাক ফেটে যায়। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে ঈশা খাঁ হলসহ অন্য হলের শিক্ষার্থীরা বের হয়ে আসেন।

হামলায় আহত শিক্ষার্থীদের প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে নেওয়া হয়। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত শিক্ষার্থীরা হলেন ঈশা খাঁ হলের পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম, ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর ও ইমন, কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী তানভীর। এ ছাড়া মওলানা ভাসানী হলের কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রিয় আহত হন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, রাতের খাবার খেতে আমরা শেষমোড়ের দিকে যাচ্ছিলাম। হলের কাছাকাছি হওয়ায় প্রতিদিনের মতো আজও যেতে গেলে কয়েকজন স্থানীয় আমাদের বাধা দেয়। কারণ জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে ইট ছোড়া শুরু করে। আমার দুজন সিনিয়র ভাই সামনে আগাতে গেলে একজনকে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়। এতে সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে যায়।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর (কোতোয়ালি থানা) থেকে পুলিশ আসছে। পুলিশের কিছুটা দেরি হওয়ায় তারা বর্তমানে এলাকায় অভিযান পরিচালনা করছে। যারা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের বড় অংশে কুয়াশা, কাটবে কখন জানাল আবহাওয়া অফিস

জয়া আহসানের ‘ওসিডি’ আসছে ৬ ফেব্রুয়ারি

রেজিস্ট্রি অফিসে ‘রহস্যজনক’ আগুন, পুড়ল ২০০ বছরের দলিল

রংপুরকে হারিয়ে বিশেষ বোনাস পেল রাজশাহী ওয়ারিয়র্স

পেশায় ব্যবসায়ী এ্যানি, বছরে আয় যত টাকা

৩ দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরাবে বিএনপি

সুসংবাদ পেলেন স্বেচ্ছাসেবক দল নেতা

আজ রাষ্ট্রীয় শোকের শেষ দিন, বাদ জুমা দোয়া

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উসমান খাজা

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

১০

আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১১

শুটিং ফ্লোরে বাড়তি খরচ নিয়ে যা বললেন ভিকি-কৃতি

১২

উত্তেজনার মধ্যে ইয়েমেনের এক বিমানবন্দর বন্ধ

১৩

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

১৪

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৫

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

১৬

সাতসকালে ঝরল ২ প্রাণ

১৭

শীতে বিপর্যস্ত জনজীবন

১৮

স্থানীয়দের হামলায় বাকৃবির ৫ শিক্ষার্থী আহত

১৯

সৌদিতে কঠোর অভিযান, ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

২০
X