দেশের জনপ্রিয় ব্যান্ড কাকতাল। হঠাৎ করেই নিজেদের সব কার্যক্রম স্থগিত করেছে দলটি। এক ফেসবুক স্ট্যাটাসে তাদের এ সিদ্ধান্ত জানানো হয়।
ব্যান্ড ইন্ডাস্ট্রিতে মাত্র চার বছরের সংগীতযাত্রায় তারা শ্রোতাপ্রিয় বেশ কয়েকটি গান উপহার দেয়। যার মধ্যে রয়েছে ‘আবার দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’সহ আরও অনেক গান। ব্যান্ডটি ফেসবুক পোস্টে লিখেছে, ‘প্রায় চার বছরের এক দুর্দান্ত যাত্রা ছিল আমাদের—সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য। এই যাত্রায় আমরা অনেক ভালোবাসা, প্রাপ্তি আর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, যা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমরা আশা করি, আমাদের গানগুলো আপনাদের স্মৃতির পাতায় কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছে।’
বিদায়ের কারণ হিসেবে ব্যান্ডটি জানিয়েছে, যেই শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন হারিয়ে যেতে বসেছে। তাই এখন এই পথচলার ইতি টানার সময় এসেছে। সবশেষে ব্যান্ডটি লিখেছে, ‘আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই।’ তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে কাকতাল সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
মন্তব্য করুন