প্রেম যখন দরজায় কড়া নাড়ে তখন মনের মধ্যে অন্যরকম এক দ্বিধা কাজ করে। হঠাৎ করেই যদি প্রিয় মানুষটি হারিয়ে যায়! সংশয় আর গভীর প্রেমের আবেগ নিয়ে গান বেঁধেছেন ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার সিলেটের প্রতিযোগী স্বর্ণা দাস তৃষা।
নিজের কথা, সুর ও কণ্ঠে তৃষার গানের শিরোনাম ‘এই অজানা পথে পা ফেলে’। গানটির সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও র্নিমাণ আল মাসুদের। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
গানটি নিয়ে তৃষা জানালেন, ‘গান আমার কাছে প্রার্থনার মতো। নিজের আবেগ-অনুভুতিগুলো আমি গানের মাধ্যমে প্রকাশ করি। প্রিয় মানুষের কাঙ্খিত হাত ধরার প্রবল ইচ্ছা যে কাউকে নিয়ে যায় স্বপ্নালোকে। সেই তীব্র ইচ্ছার পায়ে কথা ও সুরের নুপুর পরিয়ে তাতে কণ্ঠ দেবার চেষ্টা করেছি। আমি আশা করছি ‘এই অজানা পথে পা ফেলে’ গানটি সবার হৃদয়ে দাগ কেটে যাবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি প্রকাশ পাচ্ছে ২২ মে , বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আর্ন্তজাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
মন্তব্য করুন