১০ জুলাই ২০২৫, প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ, যা গত ২০২৪ সালের ৮৩.০৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। প্রতি বছরের মতো এবারও ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
এদিকে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার শিক্ষার্থীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক পোস্ট দিয়েছেন। যারা আশানুরূপ ফল পাননি বা ফেল করেছেন, তাদের মন খারাপ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
খায়রুল বাসার তার পোস্টে লেখেন, ‘রেজাল্ট খুব বাজে হয়েছে বা ফেল করেছেন বলে মন খারাপ করবেন না; বরং খুব বেশি খুশি হয়ে এক-দুদিন রেস্ট নিয়ে নতুন করে দুর্দান্ত শুরু করুন। রেজাল্ট খারাপ হওয়ার চেয়েও খুব খারাপ কিছু হয় জীবনে। শুকরিয়া আল্লাহ আপনাদের সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন।’
তিনি আরও লেখেন, ‘রেজাল্ট আর এই কাজ ওই কাজ এসব জীবনের কিছু উপলক্ষ মাত্র, সময়ের সাথে আগে পরে আসবে এই যা! এবং চাইলেই অর্জন করা যায়। মন থেকে চাইবেন, পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ আগামী দিন সুস্থ সুন্দর মনের সাথে রেজাল্টও সুন্দর হবে।’
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।
মন্তব্য করুন