কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

নাম ছিল তার গুলবাহার, ফারিণের উদ্দেশে ভক্তের মন্তব্য

তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

ঈদের ব্যস্ততা সেরে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে বিদেশ ভ্রমণে ব্যস্ত সময় পার করছেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন তিনি ভক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সেখানেই তিনি নিজের ভালো লাগার মুহূর্তগুলো নিয়মিতভাবে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

৩ জুলাই বিকেল ৪টা ৩৫ মিনিটে ফারিণ তার সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা মাঠে তোলা একাধিক প্রাণবন্ত ছবি শেয়ার করেন। ছবিগুলোতে ফারিণকে প্রকৃতির মাঝে হাস্যোজ্জ্বল দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘অল্প সময়ের জন্য এই শহর থেকে পালিয়ে যান।’ তার মিষ্টি হাসি, খোলা চুল এবং মায়াবী চাহনি মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। এই ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসার জোয়ারে ভেসে যান ফারিণ।

ভক্তদের মন্তব্যে তার রূপ ও সারল্যের প্রশংসা ছিল চোখে পড়ার মতো। একজন ভক্ত লেখেন, ‘নাম ছিল তার গুলবাহার দেখতে ভারী চমৎকার’। আরেকজন মন্তব্য করেন, ‘কী সাধারণ ও প্রাকৃতিক রূপ নদীর মতো হাসি, মেঘের মতো চুল, আধুনিকতা ও দেশের ঐতিহ্য যেন এক বিন্দুতে মিশেছে, পশ্চিমা ঢেউ যেন পূর্ব উপকূলে এসে পৌঁছেছে আর এখন এটা আমার কল্পনার এক স্বর্গীয় ফারিণ। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুন এবং আপনাকে ভালোবাসি’। অন্য একজন লেখেন, ‘ওয়াও কি সুন্দর প্রকৃতি আর তার সাথে আমাদের সুন্দরী ফারিণ আপু।’ অনেকেই তার হাসিমাখা মুখের প্রশংসা করে ভালোবাসার ইমোজি যোগ করেন।

এরপর ১০ জুলাই ৫ টা ৫৫ মিনিটে ফারিণ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও কিছু নতুন ছবি প্রকাশ করেছেন। সাদা শার্ট ও সাদা টুপি পরে একটি জাহাজে তাকে ঘুরতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘অ্যাড্রেনালিন দিয়ে অ্যাড্রিয়াটিক জাহাজে করে যাচ্ছি’ এবং লোকেশন হিসেবে উল্লেখ করেন ‘বুধভা, মন্টেনেগ্রো’।

এ ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস দেখা যায়। মন্তব্যের ঘরে ভক্তরা আবারও ফারিণের রূপে মুগ্ধতা প্রকাশ করেন। একজন ভক্ত লেখেন, ‘অসম্ভব সুন্দর লাগছে আপনাকে’। আরেকজন মন্তব্য করেন, ‘কত্ত সুন্দর লাগছে’। অনেকেই এই অভিনেত্রীকে তাদের ভালোবাসার কথাও প্রকাশ করছেন।

তাসনিয়া ফারিণের ছোট পর্দায় অভিষেক হয় ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মাধ্যমে। মায়ের ইচ্ছাতেই তিনি অভিনয় জগতে আসেন। ২০১৮ সালে তিনি মাশরাফী মুর্তজার সঙ্গে বিকাশের একটি বিজ্ঞাপনে কাজ করেন। একই বছর ভালোবাসা দিবসে প্রচারিত তার অভিনীত নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১০

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

১১

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

১২

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

১৩

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন 

১৪

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

১৫

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

১৬

বাংলাদেশ-পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়

১৭

রেকর্ড ভেঙেও আকরামকে শীর্ষে রাখলেন স্টার্ক

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর পুলিশে রদবদল, সিএমপি পেল ২২ জন

১৯

ব্রিটিশ সংসদে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

২০
X