বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্র বিলাসে প্রভা

সাদিয়া জাহান প্রভা I ছবি : সংগৃহীত
সাদিয়া জাহান প্রভা I ছবি : সংগৃহীত

কাজের ব্যস্ততা ভুলে, সমুদ্রের নীল জলে হারিয়ে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে তার এক ভিন্ন রূপ। সুইমস্যুট স্কুবা ডাইভিং করতে করতে সমুদ্রের তলদেশে ভেসে বেড়াচ্ছেন প্রভা। কাজের আলোছায়ার মাঝে তার এই সমুদ্র বিলাস, ভক্তদের জন্য নতুন রোমাঞ্চের মুহূর্ত বয়ে এনেছে।

বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন প্রভা। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে সামাজিক মাধ্যমেও সরব এই অভিনেত্রী। কোথাও ঘুরতে গেলে সেই মুহূর্তগুলো তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রভার সোশ্যাল হ্যান্ডেল ইন্সটাগ্রামে দেখা যায়, তিনি এখন সমুদ্র বিলাসে মগ্ন। সদ্যই স্কুবা ডাইভিংয়ের ছবি দিয়েছেন তিনি; সুইমস্যুট পরে সমুদ্রের তলদেশে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আবারও একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন, যা ভক্তদের নজর কাড়ে। ছবিতে দেখা যায়, হালকা নীল রঙের একটি পোশাকে বিলাসবহুল নৌকায় বসে আছেন তিনি। ঐতিহ্যবাহী কাঠের নৌকাটি ফুল এবং ফলের ঝুড়ি দিয়ে সাজানো।

চারপাশের নীল সমুদ্র এবং খাড়া পাহাড়ের দৃশ্য ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবিগুলোতে প্রভাকে বেশ হাস্যোজ্জ্বল দেখায়।

তবে ছবির ক্যাপশনে প্রভা তার সমালোচকদের উদ্দেশে একটি ব্যঙ্গাত্মক বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘আমি দেখছি আমার সমালোচকরা অতিরিক্ত কাজ করছে। আমার সাক্ষাৎকার, আমার ভ্রমণ, আমার হাসি- সবকিছুই তারা অনুসরণ করছে। চিন্তা করো না, প্রভার এই শো-তে তোমাদের বিনামূল্যে সাবস্ক্রিপশন এখনো চালু আছে! নাটক উপভোগ করো।’

যদিও প্রভা নির্দিষ্ট করে জানাননি তিনি কোথায় অবস্থান করছেন, তবে ছবির আবহ এবং নৌকার ধরণ (লং-টেইল বোট) দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, তিনি থাইল্যান্ডের বিখ্যাত ক্রাবি বা এর কাছাকাছি কোনো দ্বীপে অবসর যাপন করছেন।

প্রভার এই ছবিগুলোতে ভক্ত-অনুরাগীরা ভালোবাসা প্রকাশ করেন, অনেকেই তার ভ্রমণের জন্য শুভকামনা জানান। কেউ কেউ তার সৌন্দর্যের প্রশংসাও করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘আপনাকে অসাধারণ লাগছে,’ আরেকজন লিখেছেন, ‘প্রকৃতির মতোই সুন্দর।’ প্রভা বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করছেন। পাশাপাশি তিনি নাম লিখিয়েছেন সিনেমাতেও। সম্প্রতি তিনি সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন

নারী সেনা কর্মকর্তা সেজে প্রেমের ফাঁদে ফেলে অভিনব প্রতারণা

ছেলের কাছে চঞ্চল চৌধুরীর অনুরোধ

প্রাথমিকের শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ

বাঘ ধরতে গিয়ে বিপদে পুলিশ, ভিডিও ভাইরাল

রাবিতে ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সায়েন্স অ্যান্ড টেকনোলোজি’ কনফারেন্স শুরু শুক্রবার

হাথুরুসিংহের কাছে যাওয়া নিয়ে মুখ খুললেন সাদমান ইসলাম

দুই শিশুর উইপোকা খাওয়ার দৃশ্য ভাইরাল

অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল মেশানো খাদ্যপণ্য বিক্রি, অতঃপর...

ইরানে হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন

১০

আ.লীগের নাশকতার প্রতিবাদে খুলনায় শিবিরের বিক্ষোভ

১১

বিএনপি নেত্রীকে পেটানোর অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

১২

সমুদ্র বিলাসে প্রভা

১৩

জাহানারার অভিযোগ নিয়ে বিসিবির তদন্ত কমিটি এখন পাঁচ সদস্যের

১৪

কাঁচা, পাকা নাকি মজে যাওয়া— কোন ধরনের কলা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো?

১৫

কাজ করতে এসেছি, প্রতিশ্রুতি নয় : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

‘দেশি মুরগি খেতে না পারা’ আলোচিত সেই শিক্ষিকা সম্পর্কে যা জানা গেল

১৭

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

১৮

শান্তি ও অহিংসার বার্তা নিয়ে আইএসইউতে অনুপ্রেরণামূলক সেমিনার 

১৯

টাইফয়েড টিকাদানে ৯৩ শতাংশ লক্ষ্য অর্জন চসিকের

২০
X