ভক্তদের সুখবর দিলেন ভারতীয় শোবিজ তারকা দুর্নিবার সাহা এবং ঐন্দ্রিলা সেন। তাদের সংসার আলো করে এসেছে নতুন অতিথি। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চতি করেছেন গায়ক দুর্নিবার সাহা।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নতুন অতিথি আসার কথা জানান দিয়েছেন দুর্নিবার। জানা গেছে, দুর্নিবার-ঐন্দ্রিলা পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন।
দুর্নিবার পোস্টে লিখেছেন, ‘আমরা জানতাম না কান্নার শব্দ আমাদের এইভাবে মুখে হাসি ফোটাবে।’ এই পোস্টের ক্যাপশনে তিনি ঐন্দ্রিলার উদ্দেশে লিখেছেন, ‘তোর জন্য অগণিত তারার আলো।’
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনকে ২০২৩ সালের ৯ মার্চ বিয়ে করেন গায়ক দুর্নিবার সাহা। ইন্ডাস্ট্রির ভেতরে তিনি অবশ্য মোহর নামেই পরিচিত। তাদের বিয়ে নিয়ে আলোচনাও হয়েছিল বিপুল। যদিও এ প্রসঙ্গে তেমনভাবে কোনো মন্তব্য করেননি ঐন্দ্রিলা।
পরিবারে যে নতুন সদস্য আসতে চলেছে, সে খবর গত জানুয়ারি মাসে জানিয়েছিলেন দুর্নিবার। সম্প্রতি দম্পতিকে ‘সাধভক্ষণ’ অনুষ্ঠানেও দেখা গিয়েছিল।
মন্তব্য করুন