দেশে প্রথম ‘ব্রেন ডেথ’ ঘোষিত সারাহ ইসলামের কিডনি দুই নারীর শরীরে প্রতিস্থাপন করা হয়। সফলতার সঙ্গে প্রক্রিয়াটি সম্পন্ন করা হলেও কিডনি নেওয়া দুই নারীর কাউকে বাঁচানো যায়নি।
মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শামীমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। তিনি সারাহ ইসলামের কিডনিগ্রহীতা ছিলেন।
এর আগে হাসিনা আক্তার নামের আরেক নারী মারা যান। তিনিও কিডনিগ্রহীতা ছিলেন।
২০২৩ সালের ১৮ জানুয়ারি বিএসএমএমইউর আইসিইউতে ‘ব্রেন ডেথ’ ঘোষিত সারাহর দুটি কিডনি ও দুটি কর্নিয়া চারজন মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয়।
বিএসএমএমইউতে শামীমার শরীরে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। বাকি কিডনিটি হাসিনা আক্তারের শরীরে প্রতিস্থাপন করা হয় বেসরকারি কিডনি ফাউন্ডেশনে।
কিডনি প্রতিস্থাপনের আট মাসের মাথায় কিডনি ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা মারা যান। আর এক বছর তিন মাসের কম সময়ের মাথায় মারা গেলেন শামীমা।
যদিও জানা গেছে, দুই নারীর দেহে প্রতিস্থাপন করা দুটি কিডনিতেই ত্রুটি ছিল। কিডনিগ্রহীতা দুই নারী বা তাদের পরিবারের সদস্যরা এই ত্রুটির কথা জানতেন না।
মন্তব্য করুন