কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
স্তন ক্যানসার

‘সরকারের স্বাস্থ্য বিভাগকে সংযুক্ত করতে পারলে জনসচেতনতার অন্য একটি মাত্রা যুক্ত হবে’

‘সরকারের স্বাস্থ্য বিভাগকে সংযুক্ত করতে পারলে জনসচেতনতার অন্য একটি মাত্রা যুক্ত হবে’

১৭ কোটি মানুষের দোড়গড়ায় স্তন ক্যানসারের সচেতনতা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর সঙ্গে সরকারের স্বাস্থ্য বিভাগকে সংযুক্ত করতে পারলে জনসচেতনতার অন্য একটি মাত্রা যুক্ত হবে।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের আয়োজনে ও বাংলাদেশ ওয়াইডব্লিওসিএ’র সহযোগিতায় এবং ৪৬টি সংগঠনের অংশগ্রহণে আজ শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর বাংলাদেশ ওয়াইডব্লিওসিএ কেন্দ্রীয় কার্যালয়ের স্তন ক্যানসার সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, অসুস্থ হওয়ার আগে আমাদের প্রাক প্রস্তুতি কম। প্রথম পর্যায়ে ক্যানসার ধরা পড়লে চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমেদ, সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, সাবেক সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নিজামুল হক, মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মুস্তাফিজুর রহমান, রোটারিয়ান রওশন আরা আক্তার। সভাপতিত্ব করেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

রোটারিয়ান এ কে এস রওশন আরা আক্তার বলেন, মানুষের সেবা করাই আমার ব্রত।

সাবেক স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম বলেন, ৪৬টি সংগঠন আপনারা একটি মহৎ কাজের সঙ্গে যুক্ত রয়েছে। ১৩ হাজারের মতো নারী বাংলাদেশে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা যায় ৮ হাজার। এই ৮ হাজার মৃত রোগীর পরিবারও ভুক্তভোগী হয়।

অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন সভাপতির বক্তব্যে বলেন, এই ফোরামের সঙ্গে দেশি-বিদেশি সংগঠন যুক্ত রয়েছে। আমরা একসঙ্গে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্তন ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কাজ করছি। এ ছাড়া একটি সমন্বিত ক্যানসার হাসপাতাল নির্মাণ সময়ের দাবি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমন্বয়কারী ইকবাল মাহমুদ।

বৈজ্ঞানিক ও আর্থ-সামাজিক অধিবেশনে আলোচনায় অংশ নেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, অধ্যাপক কাজী মনজুর কাদের, অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, স্বাস্থ্য অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল হামিদ, নারী নেত্রী শিরীন হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

একনজরে দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসূচি

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

বুসকেটস ও আলবার বিদায়ী ম্যাচে এমএলএসের রাজা মেসি

৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, দেখে নিন কবে কার ম্যাচ

জুলাইয়ের ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

১০

জামায়াত নেতাকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

১১

টিভিতে আজকের যত খেলা

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও

১৪

শীতের দাপটে কাঁপছে তেঁতুলিয়া

১৫

মধ্যপ্রাচ্য নীতি পাল্টে দিলেন ট্রাম্প

১৬

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যেভাবে গ্রেপ্তার হলো খুনি

১৭

৫৬০০ নতুন সেনা মোতায়েন করল ভেনেজুয়েলা

১৮

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৩ জনের মৃত্যু

২০
X