কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:০২ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কোষ্ঠকাঠিন্য দূর করুন সহজেই

কোষ্ঠকাঠিন্য । ছবি : সংগৃহীত
কোষ্ঠকাঠিন্য । ছবি : সংগৃহীত

অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘ সময় বসে কাজ করার কারণে দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য। কিছু কিছু ক্ষেত্রে বংশগতভাবেই এ সমস্যা হতে পারে। এর কারণে ঘণ্টার পর ঘণ্টা টয়লেটে বসে থেকেও পেট পরিষ্কার হয় না, যা যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর বটেও। কারও মলত্যাগ যদি সপ্তাহে দু-তিনবার হয় অথবা পরিমাণে খুব কম হয়, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয়। মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয়। এ অবস্থাকে কোষ্ঠকাঠিন্য হিসেবে বিবেচিত করা হয়। এ অবস্থা যদি তিন মাসের মতো হয়, তাহলে তাকে দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য বলে।

যে কোনো বয়সেই এ সমস্যা হতে পারে। তাই রোগীকে বিচলিত হওয়া যাবে না। কারও ক্ষেত্রে যদি রক্তশূন্যতা দেখা দেয় অথবা মল কালো হয়, তাহলে বুঝতে হবে মারাত্মক কোনো সমস্যা হয়েছে। তখন বিলম্ব না করে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

যেভাবে কোষ্ঠকাঠিন্য দূর করা যেতে পারে

এ ছাড়া প্রাথমিক পর্যায়ে ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে কোষ্ঠকাঠিন্য দূর করা যেতে পারে। চলুন, একনজরে এসব পদ্ধতি দেখে নেওয়া যাক—

ইসবগুলের ভুসি খাওয়া

কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসি দারুণ কার্যকর। কারণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, যা অন্ত্রের মধ্যে গিয়ে পানি শোষণ করে খাবারের অবশিষ্ট অংশের সঙ্গে মিশে নরম মল তৈরি করে। প্রতিদিন সকালে ও রাতে খাবারের পর এক গ্লাস পানিতে ১-২ চামচ ইসবগুলের ভুসি গুলিয়ে খেতে হবে। তবে ইসবগুলের ভুসি বেশি সময় পানিতে ভিজিয়ে রাখা যাবে না।

সঠিক সময়ে মলত্যাগ

সঠিক সময়ে মলত্যাগ না করার কারণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে। তাই মলত্যাগের বেগ এলে তা কখনো চেপে রাখা যাবে না। এতে মল থেকে অন্ত্রের গায়ে পানি শোষণ হতে থাকে এবং মল শুকিয়ে যায়। ফলে কোষ্ঠাকাঠিন্যের সমস্যা বাড়তে থাকে। তাই প্রতিদিন সঠিক সময়ে মলত্যাগের চেষ্টা করুন।

মলত্যাগের সময় সঠিকভাবে বসা

মলত্যাগের সময় সঠিকভাবে বসা খুব গুরুত্বপূর্ণ। এ জন্য হাইকমোডের থেকে লো কমোড ব্যবহার করা ভালো। এতে সঠিকভাবে বসা যায়। তবে কেউ যদি লো কমোড ব্যবহার না করতে পারেন, তাহলে হাইকমোড ব্যবহারের ক্ষেত্রে পায়ের নিচে একটি টুল দিয়ে নিতে পারেন। আর অবশ্যই টয়লেটে বসে খবরের কাগজ ও মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কারণ, এতে মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দীর্ঘ সময় মলত্যাগের অভ্যাস গড়ে ওঠে।

ব্যায়াম করা

অনিয়ন্ত্রিত জীবনযাপন কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ। এ জন্য নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে করে খাবার হজম প্রক্রিয়া ভালোভাবে হবে এবং অন্ত্রের পেশির কার্যক্ষমতা বেড়ে যাবে। ফলে মল পায়ুপথের দিকে এগিয়ে যাওয়ার গতি বাড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পর্যাপ্ত পানি পান

শরীরে পানিশূন্যতার জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। ফাইবার গ্রহণের পাশাপাশি প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। কারণ, ফাইবার শরীর থেকে পানি শোষণ করে নরম মল তৈরি করে। তাই প্রতিদিন অন্তত ২-৩ লিটার পরিমাণ পানি পান করতে হবে।

লেবুর শরবত

কোষ্ঠকাঠিন্য দূর করতে লেবুর শরবত খুব উপকারী পানীয়। লেবুতে থাকা সাইট্রিক এসিড পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা বাড়ানোসহ শরীর থেকে দূষিত উপাদান বের করতে সহায়তা করে। এ জন্য একটি লেবু কেটে রস বের করে এক গ্লাস পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে পান করতে হবে। তবে লেবুর সঙ্গে চিনি মেশানো যাবে না।

ম্যাগনেসিয়াম খাবার খাওয়া

যেসব খাবারে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, সেগুলো বেশি বেশি খেতে হবে। কারণ, ম্যাগনেসিয়াম অন্ত্র থেকে পানি শোষণ করার মাধ্যমে নরম মল তৈরি করে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারে রয়েছে—গাঢ় সবুজ রঙের শাকসবজি, অ্যাভোকাডো, কুমড়োর বিচি, বাদাম, তিসি, চিয়া বীজ, ডাল, মটরশুঁটি ইত্যাদি।‌

কিশমিশ

কোষ্ঠকাঠিন্যের প্রতিকার ও প্রতিরোধে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে কিশমিশ। কারণ, এটি খুব মজাদার ও পুষ্টিগুণসমৃদ্ধ খাবার, যা হজমের সমস্যা দূর করে। কয়েকটি কিশমিশ রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্যের সমাধানসহ অ্যাসিডিটি দূর করে এবং শরীরে ক্যালরি সরবরাহ করে।

সূত্র : জন্স হপকিন্স মেডিসিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত

একাধিক জনবল নিয়োগ দিচ্ছে ফুডপান্ডা, আবেদন করুন আজই

চার থেকে পাঁচটি ট্রলারে এসে চতুর্দিক থেকে গুলি করা হয় : র‍্যাব

কারিগর সংকটে প্রতিমা তৈরিতে ধীরগতি

পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

সিনিয়র ম্যানেজার পদে যমুনা গ্রুপে নিয়োগ

গাজায় ইসরায়েলি যুদ্ধকে গণহত্যা বলছে জাতিসংঘের তদন্ত সংস্থা 

এশিয়া কাপে বাংলাদেশের টিকে থাকার ম্যাচ আজ

এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ

ঘুষের দায়ে চাকরি হারালেন এনবিআরের দুই কর্মকর্তা

১০

আগামী সপ্তাহে বৈঠক হতে পারে ট্রাম্প-জেলেনস্কির

১১

অ্যাজমার ঝুঁকি কমাতে কিছু সহজ নিয়ম

১২

ডিপ্লোমাধারীদের আন্দোলনের প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

১৩

বিচারপতির উপস্থিতিতে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা  

১৪

গাজা সিটিতে বড় ধরনের আক্রমণ শুরু করল ইসরায়েল

১৫

বাড়ির পাশে যুবকের মরদেহ, কারণ খুঁজছে পুলিশ

১৬

কত রান করলে বাংলাদেশের জেতার সম্ভাবনা বেশি, জানালেন কোচ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / ক্রীড়া পরিদপ্তরে অভিযান চালাচ্ছে দুদক

১৮

দুই কোটি রুপি ও স্বর্ণসহ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার 

১৯

প্রকৌশলী তুহিনকে আহ্বায়ক করে এ্যাবের নতুন কমিটি

২০
X