বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটে বিজয় দিবসের আলোচনা সভা

লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটে বিজয় দিবসের আলোচনা সভা। ছবি : কালবেলা
লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটে বিজয় দিবসের আলোচনা সভা। ছবি : কালবেলা

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেস-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটির কর্মসূচি ১৬ ডিসেম্বর সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকেলে মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য ও সমসাময়িক প্রাসঙ্গিকতা তুলে ধরতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেস-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের ঐতিহাসিক ও জাতীয় গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, শহীদদের অসামান্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে তারা ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণআন্দোলনের আত্মত্যাগ ও ভূমিকার কথাও উল্লেখ করেন, যা দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও নাগরিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়।

বক্তব্যে তারা জাতীয় ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তারা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন এবং একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশির সম্মিলিত ভূমিকার ওপর আলোকপাত করেন।

আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবাল বলেন, মহান বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতিসত্তার চূড়ান্ত প্রকাশ। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের পাশাপাশি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী জনগণের সাহস ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দুর্নীতির বিরুদ্ধে জনগণের সংগ্রাম, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং দেশের স্থিতিশীলতার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিক সচেতনতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। এই আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে বর্তমান প্রেক্ষাপটে নতুনভাবে শক্তিশালী করেছে।

কনসাল জেনারেল তার বক্তব্যে আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, লস অ্যাঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি–আমেরিকানদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পারস্পরিক নেটওয়ার্ক সংযোগ জোরদার এবং প্রবাসী পেশাজীবী ও উদ্যোক্তাদের বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে।

দিবসটি উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে একটি ভোটার নিবন্ধন কার্যক্রমও পরিচালিত হয়, যাতে প্রবাসী বাংলাদেশিরা জাতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধে ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী খালেদা জিয়া এবং জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদীর আশু সুস্থতা কামনা এবং বাংলাদেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফয়সালের জামিন বিতর্ক নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

‘কোনো এক মিরাকেলের মধ্যে দিয়ে ফিরে আসেন ব্রাদার’

মানবপাচার মোকাবিলায় ভুক্তভোগী কেন্দ্রিক আইনজীবী গড়ে তোলার আহ্বান

লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটে বিজয় দিবসের আলোচনা সভা

সিলিন্ডার বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু

রিজার্ভ বেড়ে ৩২.৪৮ বিলিয়ন ডলার

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার শেখ আব্দুল্লাহর

হাদির বিষয়ে ড. ইউনূসকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

অবশেষে ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তার

১০

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

১১

পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন

১২

গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

১৩

হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

১৪

কাউকে ভোট দেওয়া ফরজ নয়, ইমান নিয়ে মরা ফরজ : ছারছীনা পীর

১৫

ফিফা দ্য বেস্টে কাকে বেছে নিলেন মেসি?

১৬

ভারত আ.লীগের ৩০ হাজার সন্ত্রাসী পালছে : হাসনাত

১৭

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি ঘোষণা ফিফার

১৮

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা জাতীয় পার্টির, তবে...

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি, আহত যুবক

২০
X