কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিতে চাকরির সুযোগ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একাধিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)। চার ক্যাটাগরিতে ১৯ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের সোমবারের (২৬ জুন) মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. ইজিসিবি উপব্যবস্থাপক (এইচআরএম/প্রশাসন) পদে একজনকে নিয়োগ দেবে। আবেদনকারীর সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫-এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/প্রশাসন)/সমপদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মূল বেতন : ৭০,০০০ টাকা। বাড়িভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

২. ইজিসিবি ক্রেন অপারেটর পদে ২ জনকে নিয়োগ দেবে (গ্রেড-৪)। আবেদনকারীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া এসএসসি/সমমান পাস এবং ক্রেন/হেভি ভেহিক্যাল চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং/অপারেটিং লাইসেন্সধারী হতে হবে। মূল বেতন : ১৫,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৩. ইজিসিবি পদে টেকনিক্যাল অ্যাটেনডেন্ট পদে ১০ জনকে নিয়োগ দেবে। আবেদনকারীকে এসএসসি/সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছর। মূল বেতন : ১৪,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৪. ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ স্টোর হেলপার পদে ৬ জনকে নিয়েগে দেবে। আবদেনকারীকে এসএসসি/সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছর। মূল বেতন : ১৪,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না

১ নম্বর পদের জন্য সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের জন্য মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, খুলনা, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

৩ ও ৪ নম্বর পদের জন্য নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, নাটোর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী সব পদে আবেদন করতে পারবেন।

২ থেকে ৪ নম্বর পদের জন্য বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। সব পদে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারিত হবে। ইজিসিবিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই ওয়েবলিঙ্ক বা ইজিসিবির ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৩ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। চলতি মাসের ২৬ জুন বিকেল ৪টা পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১০

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

১১

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

১২

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১৩

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১৪

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১৫

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৬

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৭

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৮

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৯

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

২০
X