কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানিতে চাকরির সুযোগ 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

একাধিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি)। চার ক্যাটাগরিতে ১৯ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীদের সোমবারের (২৬ জুন) মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

১. ইজিসিবি উপব্যবস্থাপক (এইচআরএম/প্রশাসন) পদে একজনকে নিয়োগ দেবে। আবেদনকারীর সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণিপ্রাপ্তদের আবেদন গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে ৫-এর স্কেলে ন্যূনতম ৩ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/প্রশাসন)/সমপদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মূল বেতন : ৭০,০০০ টাকা। বাড়িভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

২. ইজিসিবি ক্রেন অপারেটর পদে ২ জনকে নিয়োগ দেবে (গ্রেড-৪)। আবেদনকারীর বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া এসএসসি/সমমান পাস এবং ক্রেন/হেভি ভেহিক্যাল চালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং/অপারেটিং লাইসেন্সধারী হতে হবে। মূল বেতন : ১৫,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৩. ইজিসিবি পদে টেকনিক্যাল অ্যাটেনডেন্ট পদে ১০ জনকে নিয়োগ দেবে। আবেদনকারীকে এসএসসি/সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছর। মূল বেতন : ১৪,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

৪. ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ স্টোর হেলপার পদে ৬ জনকে নিয়েগে দেবে। আবদেনকারীকে এসএসসি/সমমান পাস হতে হবে। বয়স হতে হবে ১৮-৩০ বছর। মূল বেতন : ১৪,৫০০ টাকা। বাড়ি ভাড়া ভাতাসহ অন্য সুবিধা বিধি অনুযায়ী দেওয়া হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না

১ নম্বর পদের জন্য সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের জন্য মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, খুলনা, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

৩ ও ৪ নম্বর পদের জন্য নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, বান্দরবান, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, নাটোর, রংপুর, লালমনিরহাট, পঞ্চগড়, বাগেরহাট, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী সব পদে আবেদন করতে পারবেন।

২ থেকে ৪ নম্বর পদের জন্য বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ হতে ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। সব পদে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারিত হবে। ইজিসিবিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই ওয়েবলিঙ্ক বা ইজিসিবির ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্কে জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৩ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। চলতি মাসের ২৬ জুন বিকেল ৪টা পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১০

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১১

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১২

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৩

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৪

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৭

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৮

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৯

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

২০
X