কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

প্রিয়জনকে আলিঙ্গন করার দিন আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফেব্রুয়ারি ভালোবাসার মাস। হবেই বা না কেন? এ মাসে রয়েছে ভালোবাসা ঘিরে কত কত দিবস। তারই ধারাবাহিকতায় আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) হাগ ডে । মানে প্রিয়জনকে আলিঙ্গন বা জড়িয়ে ধরার দিন।

চলছে ভ্যালেন্টাইনস উইক। যা শুরু হয় রোজ ডে দিয়ে। এর পরে প্রোপোজ ডে, চকলেট ডে। তারপর টেডি ডে, প্রমিজ ডে পেরিয়ে আসে হাগ ডে।

‘হাজারটা অর্থপূর্ণ শব্দের চেয়ে একটি শক্ত আলিঙ্গন অনেক বেশি শক্তিশালী’। বিখ্যাত মার্কিন লেখক অ্যান হুডের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত করার খুব একটা সুযোগ নেই। আলিঙ্গন অব্যর্থ ওষুধ। মৃতপ্রায় সম্পর্ককে একলহমায় সারিয়ে তুলতে পারে। কেবল মনের অসুখের কথাই বা বলি কেন। শারীরিক অসুস্থতার ক্ষেত্রেও আলিঙ্গন দারুণ উপকারী।

সমীক্ষা অনুযায়ী, আলিঙ্গন কেবল আবেগ প্রকাশের মাধ্যমই নয়। এর মাধ্যমে মস্তিষ্ক থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যা শারীরিক ও মানসিক বিকাশে নানাভাবে সাহায্য করে। মানসিক চাপ কমাতেও জড়িয়ে ধরার জুড়ি নেই।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জড়িয়ে ধরলে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। প্রিয়জনের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মস্তিষ্ককে শান্ত রাখে। ১০ সেকেন্ড বা তার বেশি সময় ধরে জড়িয়ে ধরলে মনের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। বিশেষত, খুব কাছের কোনো বন্ধু বা প্রিয়জন কেউ জড়িয়ে ধরলে মানসিক প্রশান্তি আসে।

গবেষকরা জানাচ্ছেন, নিয়মিত প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, বাড়ে রোগ প্রতিরোধক্ষমতা। শরীর থেকে অক্সিটোসিন হরমোন নির্গত হয়, যা বিষণ্নতা ও নিঃসঙ্গতা দূর করে। ভালো থাকে হৃদ্‌যন্ত্র।

তাই সুস্থ থাকতে হলেও প্রিয়জনকে জড়িয়ে ধরুন। এতে ভালোবাসা যেমন বাড়বে তেমন শরীর-মনও ভালো থাকবে।

ভ্যালেন্টাইনস ডে সপ্তাহে কোন দিনের কী অর্থ

৭ ফেব্রুয়ারি পালিত হয় রোজ ডে (Rose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে লাল গোলাপ ফুল উপহার দেন। ৮ ফেব্রুয়ারি পালিত হয় প্রোপ্রোজ ডে (Propose Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে প্রেমের প্রস্তাব দেন।

৯ ফেব্রুয়ারি পালিত হয় চকোলেট ডে (Chocolate Day)। ১০ ফেব্রুয়ারি পালিত হয় টেডি ডে (Teddy Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকেন। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে (Promise Day)। এই দিনটিতে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে ভালোবাসা পালনের প্রতিশ্রুতি দেন। ১২ ফেব্রুয়ারি প্রতিবছরই পালিত হয় হাগ ডে (Hug Day) হিসেবে। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরকে আলিঙ্গন করে উষ্ণ সান্নিধ্য অনুভব করেন। ১৩ ফেব্রুয়ারি পালিত হয় কিস ডে (Kiss Day)। এই দিনে প্রেমিক-প্রেমিকারা পরস্পরের ঠোঁটে চুম্বন করে বা চুমু দিয়ে (ফ্লাইং কিস) ভালোবাসাকে অন্য মাত্রায় অনুভব করেন।

আর, ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভ্যালেন্টাইনস ডে। এই দিনটিতে একান্তে ভালোবাসা অনুভব করেন প্রেমিক-প্রেমিকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইজ অন’এর নতুন সংযোজন ‘স্ট্রেইট কাট তুষার’

শিক্ষক সংকটে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে

নিজ ভিটাতেই শায়িত হলেন শহীদ হাসান

একই মঞ্চে ওসি, কমিশনারের সঙ্গে আ. লীগ নেতা

সিএমপিতে দুই থানায় ওসি পদে রদবদল

‘আ.লীগের আমলে নির্বাচনে অংশগ্রহণকারীদের জবাবদিহিতা করতে হবে’

বাউবি ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসরায়েলের চেষ্টায় থামবে না ইরানের পারমাণু কর্মসূচি : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যমুনায় ইসলামি দলগুলোর নেতারা

রাকসুর তপশিল ঘোষণাসহ ৯ দফা দাবি ‘সংস্কার আন্দোলনের’

১০

এনবিআর কর্মকর্তাদের দাবি মেনে নিল সরকার

১১

রানার অটোমোবাইলস পিএলসি নিয়ে এলো ইয়াদিয়ার স্কুটার

১২

ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

১৩

এবার নুরের বক্তব্যের প্রতিবাদ জানাল পুলিশ অ্যাসোসিয়েশন

১৪

বাংলাদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করতে চায় চীন : দাবি যুক্তরাষ্ট্রের

১৫

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ

১৬

অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু

১৭

মিরাজের সন্ধান চায় পরিবার

১৮

ববি শিক্ষার্থীদের ৮০ দাবি

১৯

রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না : গয়েশ্বর

২০
X