কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরের জন্য কিছু স্বাস্থ্যকর প্রতিজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন বছর মানেই নতুন আশা, নতুন পরিকল্পনা আর নিজের জীবনকে একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার সুযোগ। বছরের শুরুতে আমরা অনেকেই ভাবি—এবার একটু স্বাস্থ্য সচেতন হবো, নিয়মিত ব্যায়াম করবো, ভালো খাবো, নিজের যত্ন নেবো।

কিন্তু বাস্তবতা হলো, বছরের প্রথম কয়েক সপ্তাহ পার হতেই বেশিরভাগ প্রতিজ্ঞাই ভেঙে যায়। কারণ আমরা এমন লক্ষ্য ঠিক করি, যেগুলো বাস্তবসম্মত নয় বা দীর্ঘদিন ধরে মেনে চলা কঠিন।

অনেকে খুব কড়া ডায়েট শুরু করেন, হঠাৎ করে জিমে ঘণ্টার পর ঘণ্টা সময় দেন, কিংবা নিজের ওপর অযথা চাপ তৈরি করেন। ফলে শরীর ও মন—দুটোই ক্লান্ত হয়ে পড়ে। ধীরে ধীরে আগ্রহ কমে যায়, আর পুরোনো জীবনে ফিরে যাই আমরা। তাই একই প্রতিজ্ঞা বারবার করা হলেও ফল খুব একটা বদলায় না।

আসলে স্বাস্থ্য ভালো রাখার জন্য কঠিন নিয়ম নয়, দরকার ছোট কিন্তু টেকসই অভ্যাস। এমন অভ্যাস, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মানানসই এবং দীর্ঘদিন ধরে পালন করা সম্ভব। নিয়মিত একটু হাঁটা, ঘরে রান্না করা খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ কমানো—এই সাধারণ বিষয়গুলোই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে।

এই লেখায় এমন ২৩টি স্বাস্থ্যকর নতুন বছরের প্রতিজ্ঞার কথা বলা হয়েছে, যেগুলো বাস্তবসম্মত, সহজ এবং সারাজীবন ধরে রাখা সম্ভব। খাবার, ব্যায়াম, মানসিক সুস্থতা ও নিজের যত্ন—সব দিক মাথায় রেখে এসব পরামর্শ দেওয়া হয়েছে। আপনি চাইলে একসঙ্গে সব শুরু না করে, একটি বা দুটি অভ্যাস দিয়ে শুরু করতে পারেন। কারণ স্বাস্থ্যকর জীবন মানে প্রতিযোগিতা নয়—এটা ধীরে ধীরে ভালো থাকার একটি পথ।

সত্যিই ধরে রাখা যায়—এমন ২৩টি স্বাস্থ্যকর নতুন বছরের প্রতিজ্ঞা

স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস

ডায়েট নিয়ে নতুনভাবে ভাবুন : বারবার ডায়েট করা শরীর ও মনের জন্য ক্ষতিকর। দ্রুত ওজন কমানোর চেয়ে এমন অভ্যাস গড়ে তুলুন, যা দীর্ঘদিন ভালো থাকতে সাহায্য করবে। ওজন মাপার স্কেলে আটকে না থেকে নিয়মিত নড়াচড়া, সুষম খাবার আর পর্যাপ্ত ঘুমের দিকে মন দিন।

সুষম খাবারের প্লেট তৈরি করুন : প্রতিটি খাবারে প্রোটিন, আঁশ (ফাইবার) ও ভালো চর্বি রাখার চেষ্টা করুন। কড়া নিয়ম নয়, বরং প্রতিদিন মানা যায়—এমন সহজ সিদ্ধান্ত নিন।

ঘরে বেশি রান্না করুন : ঘরে রান্না করা খাবার সাধারণত বেশি স্বাস্থ্যকর হয়। শুরুতে দিনে একবেলা ঘরে রান্না করলেও ভালো।

নিয়মিত বাজার করুন : ফ্রিজ ও রান্নাঘরে স্বাস্থ্যকর খাবার থাকলে ভালো খাওয়াটা সহজ হয়। সপ্তাহে একদিন বাজার করার অভ্যাস গড়ে তুলুন।

পুষ্টিকর খাবার সংক্রান্ত প্রতিজ্ঞা

প্রাকৃতিক ও অপ্রসেসড খাবার বেশি খান : শাকসবজি, ফল, বাদাম, মাছ, পূর্ণ শস্য—এসব খাবার শরীরের জন্য খুবই উপকারী।

বেশি শাকসবজি ও ফল খান : প্রতিদিন খাবারে কাঁচা বা রান্না করা সবজি ও ফল রাখলে নানা রোগের ঝুঁকি কমে।

মিষ্টি পানীয় কমান : সফট ড্রিংক বা অতিরিক্ত চিনি দেওয়া পানীয়ের বদলে পানি, লেবু পানি বা চা খান।

ফাস্টফুড ও প্যাকেটজাত খাবার কম খান : সহজে পাওয়া গেলেও এসব খাবার বেশি খেলে শরীরের ক্ষতি হয়।

অ্যালকোহল কমান : যদি পান করার অভ্যাস থাকে, তাহলে সীমা নির্ধারণ করুন।

শরীরচর্চা ও নড়াচড়া

কম বসুন, বেশি নড়াচড়া করুন : দীর্ঘ সময় বসে না থেকে প্রতি ঘণ্টায় একটু হাঁটুন বা নড়াচড়া করুন।

যে ব্যায়াম ভালো লাগে, সেটাই করুন : হাঁটা, সাইকেল চালানো, নাচ—যেটা উপভোগ করেন, সেটাই বেছে নিন।

বাইরে সময় কাটান : প্রকৃতিতে সময় কাটালে মন ভালো থাকে, চাপ কমে।

মানসিক সুস্থতা

মেডিটেশন চেষ্টা করুন : মেডিটেশন মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে।

বর্তমান মুহূর্তে মন দিন : ফোন কম ব্যবহার করুন, আশপাশের মানুষ ও পরিবেশের দিকে মনোযোগ দিন।

নিজের সঙ্গে নেতিবাচক কথা বলা বন্ধ করুন : নিজেকে দোষারোপ না করে, নিজের প্রতি সহানুভূতিশীল হোন।

স্ক্রিন টাইম কমান : মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কমালে মন ভালো থাকে।

নিজের যত্ন (Self-care)

নিজের জন্য সময় বের করুন : নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন।

ভালো ঘুম নিশ্চিত করুন : প্রতিদিন পর্যাপ্ত ও মানসম্মত ঘুম খুব জরুরি।

ছুটি নিন : অল্প সময়ের জন্য হলেও কাজ থেকে বিরতি নিন।

নতুন শখ শুরু করুন : পুরোনো বা নতুন কোনো শখ আপনাকে আনন্দ দিতে পারে।

প্রতিরোধমূলক স্বাস্থ্য যত্ন

ঘরে স্বাস্থ্যকর পণ্য ব্যবহার করুন : প্রাকৃতিক ক্লিনার ও ব্যক্তিগত যত্নের পণ্য বেছে নিন।

নিয়মিত ডাক্তার দেখান : বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান।

দাঁতের যত্ন নিন : নিয়মিত ব্রাশ ও ফ্লস করুন এবং ডেন্টিস্টের কাছে যান।

নতুন বছরের বেশিরভাগ প্রতিজ্ঞাই অল্প সময়েই ভেঙে যায়, কিন্তু এই লেখায় উল্লেখ করা প্রতিজ্ঞাগুলো সহজ, বাস্তবসম্মত এবং আজীবন মেনে চলা সম্ভব। খাবার, শরীর ও মনের সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তুললে জীবন অনেক বেশি সুন্দর ও স্বস্তির হয়।

এই নতুন বছরে এক বা দুটি অভ্যাস দিয়ে শুরু করুন। ধীরে ধীরে এগোলে, এই বছরই নয়—আগামী অনেক বছরই হতে পারে আপনার জীবনের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখের সময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়শঙ্করের সফর যেভাবে দেখতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়ার আসনে ধানের শীষের কাণ্ডারি রফিকুল আলম 

নিজের দাঁত নিজেই নষ্ট করছেন নাতো

নওগাঁয় বই পায়নি মাধ্যমিকের ৩০ শতাংশ শিক্ষার্থী

বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরছেন গীতিকার ডা. সাবরিনা রুবিন

নতুন বছরে সুস্থ থাকতে কিছু সহজ পরামর্শ

আ.লীগ থেকে জামায়াতে এলে সব দায়িত্ব নেওয়া হবে : লতিফুর রহমান

জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের

জামায়াতের প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন বাতিল

ওমরজাই ঝড়ে জিতল সিলেট, শামীমের বিস্ফোরক ইনিংসেও ঢাকার হাহাকার

১০

নতুন বই পেল মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখের বেশি শিক্ষার্থী

১১

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ

১২

বলিউড-দক্ষিণী তারকাদের চোখে নতুন বছর

১৩

জানুয়ারি মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণের তারিখ জানাল বিইআরসি

১৪

বিএনপির গুলশান কার্যালয়ে যাবেন জামায়াত আমির

১৫

এনসিপির মিডিয়া সেল সম্পাদকের পদত্যাগ

১৬

আবেদন করে পদ ফিরে পেলেন বিএনপি নেতা

১৭

সুসংবাদ পেলেন বিএনপি নেতা

১৮

মুনাফার হার আরও কমলো, কোন সঞ্চয়পত্রে কত

১৯

স্থাবর সম্পত্তি নেই হান্নান মাসউদের, বাৎসরিক আয় যত

২০
X