ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আসনে ধানের শীষের কাণ্ডারি রফিকুল আলম 

রফিকুল আলম মজনু। ছবি : সংগৃহীত
রফিকুল আলম মজনু। ছবি : সংগৃহীত

বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফেনী-১ সংসদীয় আসন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই আসন থেকে এবারও বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেও তিনি না থাকায় বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি দলের টিকিটে ধানের শীষে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি ফেনী-১ আসনের প্রতিটি গ্রাম-গঞ্জে সাংগঠনিক শক্তিতে বলীয়ান হওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন মুন্সি রফিকুল আলম মজনু। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত জনসভা, উঠান বৈঠক ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

রফিকুল আলম মজনু কেবল ঢাকা মহানগর নয়, বরং নিজ জন্মভূমি ফেনীর সাধারণ মানুষের কাছেও এখন অত্যন্ত জনপ্রিয় নাম। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে দীর্ঘ সময় ধরে দলের নেতাকর্মীদের পাশে থেকে আস্থা অর্জন করেছেন তিনি। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা তাকে এই আসনে বেগম জিয়ার ‘যোগ্য প্রতিনিধি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফেনী-১ আসনের সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মতে, মজনু সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। বিগত সরকারের দমনপীড়নের সময় অনেক নেতাকর্মী যখন এলাকাছাড়া ছিলেন, তখন তাদের আইনি সহায়তা থেকে শুরু করে আর্থিক সহযোগিতা প্রদানে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন কালবেলাকে বলেন, ​‘বেগম জিয়া আমাদের আবেগের জায়গা। তার অনুপস্থিতিতে রফিকুল আলম মজনু যেভাবে হাল ধরেছেন, তাতে আমরা আশাবাদী, ফেনী-১ আসন আগামীতেও বিএনপির ঘাঁটি হিসেবেই অটুট থাকবে।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ বলেন, ‘যেহেতু বেগম জিয়া আর আমাদের মাঝে নেই। সেহেতু দলের সিদ্ধান্তে রফিকুল আলম মজনু ধানের শীষের কাণ্ডারি হিসেবে আগামী নির্বাচনে লড়বেন। বিএনপির সকল স্তরের নেতাকর্মী আগামী নির্বাচনে রফিক আলম মজনুকে নির্বাচিত করতে কাজ করছে। আশা করছি তিনি নির্বাচিত হলে বেগম জিয়ার আদর্শ সমুন্নত রেখে ওই আসনের উন্নয়নে কাজ করা যাবেন।’

বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু কালবেলাকে বলেন, ‘বিগত ৮টি বছর আমি আমার মা বেগম খালেদা জিয়ার আসনে ওনার প্রতিনিধি হিসেবে কাজ করেছি। বিগত বন্যায় ফুলগাজী পশুরাম ও ছাগলনাইয়া এলাকায় গণমানুষের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। যেহেতু মা নাই মায়ের অবর্তমানে আমি ওই এলাকায় মায়ের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকে জনগণ যদি বিজয়ী করে আমি আমার মা বেগম খালেদা জিয়ার অসমাপ্তকাজ সমাপ্ত করব এবং মায়ের আদর্শ নিয়েই ওই এলাকাকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রফিকুল আলম মজনু যেভাবে কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতির সমন্বয় ঘটিয়ে চলছেন, তাতে ফেনী-১ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তিনি অন্যতম বড় শক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার জন্য শোক বই উন্মোচন

জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করতে এসে আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে নতুন বছরে তরুণদের ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্ট

আইপিএলে মোস্তাফিজকে ঘিরে বয়কট আহ্বান, যা বলছে বিসিসিআই

মা হওয়ার সুখবর দিলেন নাদিয়া

আ.লীগ নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

লাভের ধারা অব্যাহত রেখেছে বিমান

২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

না ফেরার দেশে এম. এ. মান্নান

নতুন বছরে তারকাদের প্রত্যাশা

১০

গরম খাবারে লেবু দিয়ে খেলে যা হয়

১১

সুখবর পেলেন বিএনপির এক নেতা

১২

ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদ

১৩

সমুদ্রপাড়ে মিমের নতুন বছর উদযাপন

১৪

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পা ফসকে স্ত্রী, অতঃপর...

১৫

প্রযুক্তিতে উচ্চশিক্ষার নতুন দ্বার: বিইউবিটিতে ‘ডাটা সায়েন্স’ ও ‘এমএসসি ইন সিএসই’ চালুর অনুমোদন দিল ইউজিসি

১৬

এইচএসসি পাসে সারোয়ার তুষার পেশায় লেখক

১৭

ভিপি সাদিক কায়েমকে যে পরামর্শ দিলেন তারেক রহমান

১৮

চাকরি ছাড়লেন চেলসি কোচ মারেস্কা

১৯

জয়শঙ্করের সফরকে যেভাবে দেখতে বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X