কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।
আজ বুধবার, ২৯ মে ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৩২৮ - ফিলিপ-৫ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন। ১৪৫৩ - ওসমানীয় সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ফতেহ পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত কন্সটান্টিনোপল বন্দর জয় করেন। ১৭২৭ - দ্বিতীয় পিটার রাশিয়ার জার হন। ১৮০৭ - মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত। ১৮৭৪ - সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়। ১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত। ১৯৩৪ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোসফের স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, কিউবারের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিল করা হয়। ১৯৩৫ - হেগ জাদুঘর উদ্বোধন করা হয়। ১৯৩৭ - স্পেনে গৃহযুদ্ধ চলার সময় রিপাবলিকানদের জঙ্গী বিমান জার্মানির একটি জাহাজে আঘাত হানে। ১৯৫৩ - তেনজিং নরগেএবং এডমন্ড হিলারি যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দুজনের মধ্যে তেনজিং নরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন। ১৯৫৪ - পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক এ কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত যুক্তফ্রন্টের মন্ত্রিসভা বাতিল ঘোষণা করা হয়। ১৯৫৯ - শার্ল দ্য গল ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন। ১৯৬৩ - ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে। ১৯৬৮ - ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে। ১৯৭২ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট নিকসেন সৌভিয়েত ইউনিয়নে তার এক সপ্তাহব্যাপী সফর করেন। ১৯৯০ - বরিস ইয়েলৎসিন রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৯০ - কর্ণফুলি সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়। ১৯৯১ - ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা। ১৯৯৩ - চতুর্থ এশিয়া-প্যাসিফিক রেড ক্রস সম্মেলন পেইচিংএ সমাপ্ত হয়। ১৯৯৬ - কায়রোতে ৭টি আরব দেশের পরিবেশসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৯৬ - বেনজামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত।
জন্ম: ১৬৩০ - রাজা দ্বিতীয় চার্লস। ১৮৬৩ - আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়। ১৮৬৫ - শিক্ষাবিদ ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়। ১৮৬৮ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা। ১৯০৮ - ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়। ১৯১৭ - জন এফ কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি। ১৯২৯ - দ্বিজেন শর্মা, বাংলাদেশি প্রকৃতিবিদ। ১৯৫২ - হুমায়ুন ফরীদি।
মৃত্যু
১২৫৯ - ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টোফার। ১৯৭৭ - সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, একজন ভাষাতাত্ত্বিক পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ। ১৯৮১ - চীনের মহান বিপ্লবী পথিকৃত ড. সান ইয়াত সেনের বিধবা সন ছিং লিন।
দিবস
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
মন্তব্য করুন