খেলাধুলার মাধ্যমে নিজেকে দেশের জন্য প্রস্তুত করে তোলা যায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য সময় পেলে নিজেও ফুটবল খেলা উপভোগ করেন তিনি।
শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’- এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ভালো খেলোয়াড় তৈরি হবে, যাতে করে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হতে পারে বিশ্বপরিমণ্ডলে।
তিনি বলেন, ছোটবেলা থেকে খেলাধুলা ঠিকমতো করতে হবে। এ জন্য প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে। একদিন আমাদের খেলোয়াড়রাও আন্তর্জাতিক অঙ্গনে পারদর্শিতা দেখাবে।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ফুটবল খেলা হয়েছে। এ ছাড়া আমার দাদা ফুটবল খেলতেন, বাবাও খেলতেন, ছোট ভাইয়েরা খেলত, এখন নাতিরাও দেখছি ফুটবলই খেলে।
সরকারপ্রধান বলেন, অপ্রতিরোধ্যগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, এটি অব্যাহত রেখেই এগিয়ে যেতে হবে।
মন্তব্য করুন