সড়কে শৃঙ্খলা ও স্বচ্ছতায় আনয়নে লক্ষ্যে সকলের সমন্বয়ে সুষ্ঠভাবে ট্রাফিক কন্ট্রোল ও নিরাপদ সড়কের দাবিতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বক্তব্য দেন।
শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসিফ মাহমুদ তার বক্তব্যে বলেন, আমরা একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আজকের এ অবস্থানে পৌঁছাতে পেরেছি। অনেক রক্ত, অনেক শহীদ, অনেক পরিবারের কান্না এবং আমাদের আহত অনেক ভাইবোনেরা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।
তিনি বলেন, আপনারা একটি সংকটময় মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংখ্যালঘুদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছে। আমাদের ভলেন্টিয়াররা সেখানেও এগিয়ে গিয়েছেন। দিন-রাত এক করে তারা মন্দির পাহারা দিয়েছেন।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এখন পুরো পৃথিবী অনুধাবন করছে বাংলাদেশ যে অবস্থানে ছিল, সেখানে আর ফিরে যাওয়া সম্ভব নয়। কারণ জেনারেশন পরিবর্তন হয়েছে। সামনের দিনগুলোতে যেহেতু ট্রাফিক পুলিশ ব্যাক করছে। স্কুল-কলেজ খুলে যাচ্ছে সেহেতু আপনারা যারা শিক্ষার্থীরা কাজ করেছেন তারা স্কুল-কলেজে ফিরে যাবেন। বিশ্ববিদ্যালয়ের যারা আছেন যতক্ষণ পর্যন্ত ট্রাফিক পুরোপুরি প্রশাসনের কন্ট্রোলে না আসে আপনারা তাদের সহযোগিতা করবেন।
তিনি আরও বলেন, যেহেতু আমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আপনারা যারা এতদিন ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন এটা একটা অ্যাওয়ারনেসের দায়িত্ব থেকে করে গেছেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আপনাদের ট্রাফিকের দায়িত্ব শেষ হলে একটি সোশ্যাল অ্যাওয়ারনেস ট্রেনিংয়ের আয়োজন করবো।
ওই সংবাদ সম্মেলনে এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান, আরবি-আইএসএমএ এর সদস্যরা।
মন্তব্য করুন