কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৬:৩১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর দুর্বৃত্তদের হামলা

বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর দুর্বৃত্তদের হামলা
বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর দুর্বৃত্তদের হামলা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আইয়ুব আলীর ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

রোববার (১৮ আগস্ট) সকাল ৯টা ৩৭ মিনিটে রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) টাওয়ারের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে মতিঝিল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

আইয়ুব আলীর ওপর হামলা এবং থানায় অভিযোগ দায়েরের বিষয়টি তিনি নিজেই এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ওপর প্রকাশ্যে নগ্ন হামলার ঘটনায় তার সহকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, এর পেছনে সরকার বদলের প্রভাব এবং খোদ বিআইডব্লিউটিএর একজন উচ্চপদস্থ কর্মকর্তার ইন্ধন রয়েছে।

প্রকৌশলী আইয়ুব আলী বিআইডব্লিউটিএ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পাশাপাশি একই সংস্থার অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে (ঋণ) চলমান বিআইডব্লিউটিসি-১ এর প্রকল্পের পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিএসসি টাওয়ারে এই প্রকল্পের কার্যালয়। পিডি হিসেবে সেখানেই প্রকল্পের যাবতীয় কাজ করেন এবং প্রায় সকল কর্মদিবসে সেখানেই অবস্থান করেন তিনি। গতকাল প্রকল্প কার্যালয়ে যাওয়ার সময়ে হামলার শিকার হন এই প্রকৌশলী।

মতিঝিল থানায় থানায় করা লিখিত অভিযোগে ভুক্তভোগী প্রকৌশলী উল্লেখ করেন, তিনি আজ (গতকাল শনিবার) সকাল ৯টা ৩৭ মিনিটে কার্যালয় বিএসসি টাওয়ারের (২-৩ রাজউক এভিনিউ) সামনে গাড়ি থেকে নামার সময় ৬-৭ জন যুবক অতর্কিতে হামলা চালিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারপিট করে। এতে তিনি বুকের ডানদিকে, বাম হাতে এবং মাথায় প্রচণ্ড আঘাত পান। এ সময় তার দপ্তরের অফিস সহকারী ও গাড়িচালক তাকে উদ্ধারের চেষ্টা করলে হামলাকারীরা তাদেরও আঘাত করে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়। তবে হামলাকারীদের কাউকে চিনতে পারেননি বলে জানান আইয়ুব আলী।

এদিকে হামলার একটি ভিডিও পাওয়া গেছে। দুই মিনিট ৩২ সেকেন্ডর ভিডিওতে দেখা যায়, প্রকৌশলী আইয়ুব আলী বিএসসি টাওয়ারের নিচে গাড়ি থেকে নেমে ভবনের ভেতরে প্রবেশের আগেই কয়েকজন যুবক তাকে ধরে এনে গেটের কাছে ফেলে উপর্যুপুরী কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তিনি চিৎকার করলেও হামলাকারীরা বিরত হয়নি। জানতে চাইলে ভুক্তভোগী প্রকৌশলী আইয়ুব আলী গতকাল দুপুরে মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমি গাড়ি থেকে নামার পর অজ্ঞাতনামা ৬-৭ জন দুর্বৃত্ত আমার কাছাকাছি আসে। এদের একজন পেছন থেকে আমার কলার ধরে টান দেয় এবং আমি কিছু বুঝে ওঠার আগেই অতর্কিতে আমার ওপর হামলা চালায়। এতে আমি এবং আমাকে উদ্ধার করতে আসা আমার গাড়িচালক ও একজন অফিস সহকারি মারাত্মক আহত হই। বিষয়টি আমি বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মতিঝিল থানায় লিখিত অভিযোগ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X