কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে চাকরিতে প্রবেশে ছেলেদের ৩৫, মেয়েদের ৩৭ বছর করার সুপারিশ

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি : সংগৃহীত 
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। ছবি : সংগৃহীত 

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে পুরুষের ৩৫ ও নারীর জন্য ৩৭ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

সোমবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

চাকরিতে প্রবেশে নারী-পুরুষের বয়সের পার্থক্যের বিষয়ে কমিটির আহ্বায়ক আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, মেয়েদের একটু আলাদা করে বেশি বয়স দেওয়া হয়েছে। এর কারণ হলো- মেয়েদের ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অবলিগেশন্স থাকে, বিয়ে হয়ে যায়, বাচ্চাকাচ্চা হয়। তাই তারা যেন আসতে পারেন। এ ছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম। কোটা আছে, কিন্তু অতটা ফুলফিল হয় না। সেজন্য আমরা এ সুপারিশ দিয়েছি। যাতে নারীরা এ সুবিধাটা পায়, তারা আসতে পারে।

তিনি বলেন, ৩৫ বছর (চাকরিতে প্রবেশে) সবার জন্য প্রযোজ্য হবে, তবে নারীদের জন্য আমরা ২ বছর বাড়িয়ে ৩৭ বছর সুপারিশ করেছি। এতে নারীদের অংশগ্রহণ বাড়বে।

কমিটির আহ্বায়ক বলেন, আমরা ছাত্রদের সঙ্গেও কথা বলেছি। পার্শ্ববর্তী দেশগুলোও দেখেছি। বিভিন্ন দেশে যে বয়সসীমা আছে সেটার সঙ্গে আমাদের সুপারিশ সঙ্গতিপূর্ণ হয়েছে। বাংলাদেশ পৃথিবী থেকে আলাদা নয়।

উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমি শুনেছি উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হবে। এ বিষয়ে ওনারাই সিদ্ধান্ত নেবেন। পার্শ্ববর্তী দেশগুলোতে এমন সুবিধা আছে সেজন্য আমরা এটা করেছি। আমরা নতুন কিছু আবিষ্কার করিনি।

এ সময় আব্দুল মুয়ীদ চৌধুরী আরও বলেন, সরকারি চাকরিজীবীদের অবসরের বিষয়ে কমিটি কোনো সুপারিশ করেনি। এখন যাদের বিষয়ে সুপারিশ করলাম, তারা চাকরি করে অবসরে আসতে অনেক সময়। এরমধ্যে অনেক কিছু চিন্তা করে সরকার সিদ্ধান্ত নিতে পারবে। এ ছাড়া এখন যারা অবসরে যাবেন, তারা আগের বয়স অনুসারে চাকরিতে ঢুকেছেন, তাদের অবসরের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। আগামী ৮ থেকে ১০ বছর পর্যন্ত তো তারাই অবসরে যাবেন। এটা নিয়ে এখনই চিন্তার কোনো কারণ নেই। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর কারণে তাদের ওপর তো কোনো প্রভাব পড়ছে না। যাদের বয়সের সুপারিশ আমরা করেছি তারা এখনো চাকরিতে ঢুকেইনি, জন্মগ্রহণই করেনি। তারা চাকরিতে ঢোকার পর চাকরি করলে তখন কী করতে হবে, সেটা সরকার সেই সময় সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরিপ্রত্যাশী। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করেছেন তারা। সম্প্রতি কয়েকশ চাকরিপ্রত্যাশী রাজধানীর শাহবাগে সমবেত হন। একপর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে নিজেদের দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ সময়ে নামাজ পড়া নিষিদ্ধ

মেগা প্রজেক্টের হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে হাসিনা : আশরাফ উদ্দিন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত

শুটিং সেটে গুরুতর আহত বনি সেনগুপ্ত

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

রাশিয়ার সামরিক গোলাবারুদ কারখানায় বিস্ফোরণ, নিহত ১০

২ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বড় ভাইয়ের পিঁড়ির আঘাতে আহত চুন্নুকে বাঁচানো গেল না

জুমার নামাজের রাকাত ছুটে গেলে যা করবেন

অষ্টম শ্রেণি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, আবেদন যেভাবে

১০

বঙ্গোপসাগরে আটক ৯ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর

১১

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

১২

শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযান হতে পারে : ট্রাম্প

১৩

ভারতে মুহূর্তেই পুড়ে ছাই যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা

১৪

পশ্চিম তীর দখল হবে না, আশ্বস্ত করলেন ট্রাম্প

১৫

হাওরে ভাসছিল নিখোঁজ মুক্তিযোদ্ধার মরদেহ 

১৬

২৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

যমুনা রেল সেতুর পিলারে ফাটল, ব্যাখ্যা দিল সেতু কর্তৃপক্ষ

১৮

রং-কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি, লাখ টাকা জরিমানা

১৯

বাকৃবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল

২০
X