কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সহিংসতা প্রতিরোধ নিশ্চিত করার আহ্বান

কর্মক্ষেত্রে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে চাকরি মেলা। ছবি : কালবেলা
কর্মক্ষেত্রে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে চাকরি মেলা। ছবি : কালবেলা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রচারণা যথেষ্ট নয়। সামাজিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সহিংসতা প্রতিরোধ নিশ্চিত করার আহ্বান জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। তিনি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ কর্তৃক গৃহীত সেইফগার্ডিং পলিসির কার্যকর বাস্তবায়নের প্রশংসা করেন।

সোমবার (২৫ নভেম্বর) ইউসেপ বাংলাদেশ প্রধান কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা নির্মূলের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। কর্মক্ষেত্রে নারীদের সমান অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে চাকরি মেলা ২০২৪ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. রেজাউল মাকসুদ জাহেদী, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গেস্ট অব অনার ছিলেন কানাডিয়ান হাইকমিশন ডেভেলপমেন্ট (এডুকেশন ও স্কিলস) ফাস্ট সেক্রেটারি জো ম্যাকিনটোস। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম।

ড. মো. আবদুল করিম বলেন, ‘নারীর প্রতি সহিংসতা একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যার সমাধানে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের ক্ষমতায়নই হতে পারে এ সমস্যার স্থায়ী সমাধান।’

বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। নারীর অধিকার রক্ষা ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি।

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের প্রশিক্ষণ কর্মসূচি থেকে সফল নারীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। তারা তাদের জীবনের গল্পের মাধ্যমে সহিংসতা মোকাবিলার চ্যালেঞ্জ এবং সাফল্যের পথে নিজেদের অর্জনের কথা শেয়ার করেন। ইউসেপ বাংলাদেশের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়, যা নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধের বার্তা বহন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

ভেনেজুয়েলার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন : নীরব

১০

যশোরের ৪ মহাসড়কে মহাদুর্ভোগ

১১

সুদের টাকা না পেয়ে ঘরের টিন কাঠ খুঁটি খুলে নিলেন ইমাম

১২

সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

১৩

কিউইদের কাছে বিশ্বকাপে বাংলাদেশের শোচনীয় পরাজয়

১৪

বিএনপি আইনের শাসনে বিশ্বাসী : ব্যারিস্টার অসীম

১৫

প্রত্যেক উপদেষ্টা বিদেশি নাগরিক : রুমিন ফারহানা

১৬

বিশ্বকাপ দলে ডাক পেলেন ঢাবি ছাত্রদল নেতা

১৭

ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে : প্রেস সচিব

১৮

ছুটির দিনেও জমজমাট চাকসুর নির্বাচনী প্রচার

১৯

কুমিল্লা নামেই বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল রাজপথ

২০
X