খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খুবিতে কুআর চাকরি মেলা শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা। ছবি : সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) উদ্যোগে প্রথমবারের মতো ‘জব ফেয়ার-২০২৫’ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, এ খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই আমি এখানকার উত্থান-পতন দেখে আসছি। সেজন্য আমি এ বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করে যেতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পগুলো অতিদ্রুত বাস্তবায়ন, শিক্ষাব্যবস্থা, গবেষণা ও চাকরির বিষয়ে বলেন, একটা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কারিকুলাম ডেভেলপমেন্টে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কারণ তারা জানে বর্তমান চাকরির বাজারে কোন কোন সেক্টরে চাহিদা বেশি। তার উপরে ভিত্তি করে পরামর্শ অনুযায়ী কাজ করলে পড়ালেখা ও গবেষণার পাশাপাশি চাকরি জীবনেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নতি করতে পারবে। তাই বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্যদের ভবিষ্যতেও এ ধরনের চাকরি মেলার আয়োজন শিক্ষার্থীদের জন্য মাইলফলক হবে।

শিক্ষার্থীরা জানান, এ ধরনের চাকরি মেলা তাদের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করে দিয়েছে। তারা একদিকে সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছে, অন্যদিকে ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও পাচ্ছে। মেলায় অংশ নিতে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ ও উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।

মেলার স্টল ঘুরে দেখা গেছে, এ মেলায় খুবির গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা তাদের সিভি জমা দিচ্ছে এবং ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এতে দেশের সুপরিচিত আলোচক ও খুবির সাবেক শিক্ষার্থীরা দিকনির্দেশনামূলক গাইডলাইন দিচ্ছেন।

দুদিনব্যাপী এ চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে আর ক্যারিয়ার সেশনগুলো হবে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

এ মেলায় দেশের ৩০টি মাল্টিন্যাশনাল কোম্পানি ও দুটি আন্তর্জাতিক সংস্থা চাকরির সুযোগ করে দিচ্ছে।

এর মধ্যে জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিইচ ইস্পাত, সার্ভেয়ার ইন্টারন্যাশনাল, ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, সুপার স্টার গ্রুপ, জিপিএইচ ইস্পাত, ব্রাক ব্যাংক, দোহাটেক, এসিআই, প্রাণ, ক্যারিয়ার হাব, আইডিপি, আকিজবাসীর গ্রুপ, ডিএসসিএল,প্ল্যাংকন, শিলটেক কনসালটেন্সি লিমিটেড, আকুমেন্ আর্কি, ওজি একাডেমি, আরিজোনা হোল্ডিংস, টিলার, এসআরসিএল, রাইট সাইট এডুকেশন, গ্লোবাল কনসালটেন্সি, লেক্সিকন, ওউউই টেক বিডি, স্টাডি ট্র্যাক কনসালটেন্সি, ব্রাক্টনেট লিমিটেড।

এ ছাড়া মেলায় খুবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠানও অংশগ্রহণ করেছে, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও শিল্পক্ষেত্রের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে বলে জানান কর্তৃপক্ষ।

এ আয়োজন নিয়ে কুআ কতৃপক্ষ আরও জানান, আমাদের এই জব ফেয়ারে মোটামুটি সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের রেলিভেন্ট সাবজেক্টের জন্য কোম্পানি সম্পর্কে জানতে পারছে। তারা তাদের সিভি ড্রপ করার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট সেশনে নিজেদের জব মার্কেটের জন্য প্রস্তুত করতে সুনির্দিষ্ট গাইডলাইন পাচ্ছে।

এর পাশাপাশি অনেক কোম্পানি এ জব ফেয়ার থেকে সরাসরি রিক্রুট করছে তার ভ্যাকেনসি আমরা আমাদের পেইজ থেকে এনাউন্সমেন্ট দিয়েছি। আমরা আমাদের অ্যালামনাইরা এবং কারেন্ট শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি এ জব ফেয়ারে অংশগ্রহণ এবং জব মার্কেটে নিজেকে প্রস্তুত করার জন্য।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নুরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত, কুআ জব ফেয়ার ২০২৫-এর আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.আহসান হাবিবসহ কুআর সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।

এ মেলায় প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশের জনপ্রিয় জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও সমকাল। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত আছেন খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতির পর ফিরলেন কিয়ারা

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না : দুদক চেয়ারম্যান 

ইসলামী আন্দোলন থেকে মুফতি হাবিবুরকে স্থায়ীভাবে বহিষ্কার

জগন্নাথপুর মুক্ত দিবস আজ

ভিভোতে চলছে নিয়োগ

বেগম রোকেয়ার দেহাবশেষ পায়রাবন্দে সমাহিত করার দাবি 

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

‘বেগম রোকেয়া নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন’

সকালের যে ৫ অভ্যাস রাতের ঘুম নষ্ট করে

আজ বেগম রোকেয়া দিবস

১০

জাপানে ভূমিকম্পের সর্বশেষ অবস্থা

১১

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

১২

টানা ৪ দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

১৩

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমা হামলা

১৪

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, বাড়িতে আগুন-লুটপাট

১৫

যুক্তরাষ্ট্রের কাছে নিরাপত্তার ‘গ্যারান্টি’ চান জেলেনস্কি

১৬

ঢাকায় শীতের আমেজ, কমছে তাপমাত্রা 

১৭

গরম না ঠান্ডা পানি? শীতে গোসলের আগে যেগুলো মাথায় রাখবেন

১৮

অ্যাকাউন্টসে নিয়োগ দিচ্ছে ইজি ফ্যাশন

১৯

এপিবিএন সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X