কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের খোঁজ নিলেন ডা. সায়েদুর রহমান

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবি : কালবেলা
অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। ছবি : কালবেলা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লক ডেডিকেটেড করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন আহতদের খোঁজ নিয়েছেন বিএসএমএমইউর সাবেক উপাচার্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ছাত্রদের দেখতে তিনি বিএসএমএমইউয়ে আসেন। কেবিন ব্লকে ভর্তি প্রত্যেক রোগীর তিনি খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মো. শহিদুল হাসান, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব প্রমুখ।

এর আগে বিএসএমএমইউর অ্যানাটমি বিভাগের কাছে মাহবুব উর রহমান (৭৪) নামে এক ব্যক্তির স্বেচ্ছায় দানকৃত মরদেহ হস্তান্তর করা হয়। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম ও এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিনের নিকট এ মরণোত্তর দেহ হস্তান্তর করা হয়। এসময় অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মাহবুব উর রাহমানের মরদেহটি বিএসএমএমইউর এনাটমি বিভাগে সংরক্ষণ এবং শিক্ষণ-প্রশিক্ষণ ও গবেষণার কাজে ব্যবহারের অনুমতিপত্রটি এনাটমি বিভাগের চেয়ারম্যানের নিকট প্রদান করা হয়। আর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের উপস্থিতিতে সম্পূর্ণ প্রক্রিয়াটি এনাটমি বিভাগের মরচুয়ারি, প্ল্যাস্টিনেশনল্যাব, স্কিলল্যাব অ্যান্ড মিউজিয়াম কমপ্লেক্সে সম্পন্ন করা হয়।

উপাচার্য এই ধরনের মহৎ উদ্যোগের প্রশংসা এবং মরণোত্তর দেহ দানকারী শ্রদ্ধেয় মাহবুব উর রাহমানের ছেলে জ্যোতিরময় রহমান ও মেয়ে উজ্জয়ী রহমানসহ পরিবারের সকলকে এই ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের সকল মানুষের প্রতি এরকম মহতী কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দের চেয়ে তিনগুণ গতির ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ১১

এবার দুর্বৃত্তদের গুলিতে বিএনপির ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী কাজী এনায়েত উল্লাহ

৩১ কোটি টাকার অবৈধ জাল জব্দ

জিয়াউর রহমান নারীদের হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেন : অমিত

নিখোঁজের আড়াই মাস পর মাথার খুলিসহ হাড় উদ্ধার

‌‌বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে : এনামুল হক

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে দেখতে হাসপাতালে জামায়াতের প্রার্থী

১০

ডেমরা থানা বিএনপির কমিটি গঠন

১১

এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার

১২

বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, ভিডিওতে যা দেখা গেলো

১৩

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই কর্মকর্তা বরখাস্ত

১৪

সন্দ্বীপে মিল্টনকে এমপি প্রার্থী করার দাবিতে নারী সমাজের সমাবেশ

১৫

ঢাবিতে মধ্যরাতের সেই বিতর্কিত ভিডিওর জবাব দিলেন সর্ব মিত্র

১৬

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক মেয়র আরিফুল হক

১৭

বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় : কফিল উদ্দিন

১৮

ইডেন কলেজে সংকট নিরসনে ‘অপরাজেয়’র স্মারকলিপি প্রদান

১৯

‘ছাত্রনেতাদের দাবির প্রেক্ষিতেই তপশিল ঘোষণা করা হয়েছে’

২০
X