শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই : ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে করতে না পারলে উদ্দেশ্য ব্যাহত হবে। ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, মাঝখানে ছাত্ররা এসে বলল তারা একটি ঘোষণা দেবে। সেখানে আমাকেও থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কী ঘোষণা দিচ্ছে। শুনে আমি বললাম এটা হবে না। আমার যাওয়া হবে না, তোমাদেরও করা ঠিক হবে না। তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যেটা হয়েছিল সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সেদিনের পুরো অনুভূতি ছিল একতার অনুভূতি। কেউ বলেনি তুমি অমুক, আমি অমুক। কাজেই তোমরা করতে চাইলে সবাইকে নিয়ে করতে হবে। এটা পরিষ্কার। এটা না করলে ঠিক হবে না।

তিনি বলেন, যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে এটার অবমাননা হবে। তারা খুশি হয়নি আমার কথায়। কিন্তু ক্রমেই তারা বুঝল, ৫ আগস্ট যদি পুনঃপ্রতিষ্ঠা করতে হয় তাহলে এভাবে করতে হবে। একত্রে করতে হবে। সে কথা থেকেই এ আলাপ শুরু কীভাবে একত্র করা যাবে। আজকের আলোচনাটাও এটাকে কেন্দ্র করে হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হবে। এটার দরকারও নাই। দরকারটা হলো ওটুকু স্মরণ করে দেওয়া, আপনাকে দেখে আমার সাহস আসে। সবার মনে সাহস আসে। সারা দেশ চমকে উঠবে যে, আমরা জেগে আছি। আমাদের অনুভূতি ভোঁতা হয়ে যায়নি চাঙ্গা আছে। জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে আছি।

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, দোয়া করবেন, আমি যতদিন আছি এ একতা নিয়ে থাকব। কাজেই সেই পথে আমাদের চলতে হবে। আমাদের সেই সাহসটা আপনারা দেন যখন আপনাদের সঙ্গে বসি। আজকে খুবই সাহসী মনে হচ্ছে আপনাদের দেখে। ৫ আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি। এখন কীভাবে সেটা মানুষের সামনে প্রকাশ করবো, ৫ আগস্টের পুনঃপ্রতিষ্ঠা করব সেটাই আসল কাজ। গুরুত্বপূর্ণ বিষয়ে যদি সর্বসম্মতিভাবে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি তাহলে দেশের জন্যও ভালো, আন্তর্জাতিকভাবেও ভালো।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে’র সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির নাসিরুদ্দীন পাটোয়ারি, আখতার হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমে হামলা ও আগুন: যা বললেন ভিপি সাদিক কায়েম

কারও উসকানিতে পা না দিতে আহ্বান সংস্কৃতি উপদেষ্টার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ ‘ছাত্র জনতার’ অবস্থান

হাদির খুনিদের হস্তান্তর না হলে আন্দোলন থামবে না: আসিফ মাহমুদ

ওসমান হাদির মৃত্যু: দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ

হাদির জানাজা কখন, জানাল ইনকিলাব মঞ্চ

শুক্রবার দেশে পৌঁছাবে হাদির মরদেহ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল জাবি 

‘আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়’

হাদির মৃত্যু: ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর

১০

হাদি হত্যার বিচারের দাবিতে ইডেন কলেজে বিক্ষোভ মিছিল

১১

শাহবাগে অবস্থান নিলেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা

১২

শরিফ ওসমান হাদি এক অবিচল সাহসের নাম: নাছির উদ্দীন নাছির

১৩

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

১৪

হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫

ওসমান হাদির মৃত্যুতে নাহিদ ইসলামের আবেগঘন প্রতিক্রিয়া

১৬

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

১৭

ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

১৮

হাদির মৃত্যুতে এনসিপির শোক

১৯

আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

২০
X