পদ্মা সেতুতে যান চলাচল শুরুর পর থেকে চলতি মাসের ৭ জুন পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৪ জুন) সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। ওই মাসের ২৬ জুন থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করার পরে চলতি মাসের ৭ তারিখ পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এর মধ্যে গত বছরের জুলাই মাসে সর্বোচ্চ ৭৮ কোটি ৫০ লাখ টাকার টোল আদায় হয়েছে।
গত এপ্রিল মাসে ৭১ কোটি ১৩ লাখ টাকার টোল আদায় হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, দেশের প্রথম বিআরটি ব্যবস্থা দ্রুত চালু করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। গত ৩১ মে পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ৮৯ দশমিক ৭৭ শতাংশ। আগামী অক্টোবর মাসের মধ্যে বিআরটি সিস্টেমের বাণিজ্যিক কার্যক্রম শুরু পরিকল্পনা সরকারের রয়েছে।
এদিকে দিদারুল আলমের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে দেশের ৪৩টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আছে। বাংলাদেশ রেলওয়ের ২০২২-২৩ অর্থবছরের এডিপি অন্তর্ভুক্ত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সাতটি জেলা (কক্সবাজার, নড়াইল, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা ও বাগেরহাট) রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আসবে। তিনি বলেন, রেলওয়ের যেসব প্রকল্পের সমীক্ষা শেষ করা হয়েছে তার আওতায় রেলপথ নির্মিত হলে আটটি জেলা (সাতক্ষীরা, বরিশাল, রাঙ্গামাটি, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও মেহেরপুর) রেলওয়ে নেটওয়ার্কে সংযুক্ত হবে। মানিকগঞ্জ জেলায় রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রণয়ন প্রক্রিয়াধীন।
রেলমন্ত্রী বলেন, রেলওয়ের ৩০ বছর মেয়াদি হালনাগাদকৃত মাস্টারপ্ল্যান (২০১৬-২০৪৫) বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর, শেরপুর, বান্দরবান ও খাগড়াছড়ি রেলওয়ে নেটওয়ার্ক আওতায় আসবে।
সরকারদলীয় এমপি হাবিব হাসানের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২২১ দশমিক ৬৪৬২ একর রেলভূমি উদ্ধার করা হয়েছে। অবৈধ দখলে থাকা রেলভূমি উদ্ধার প্রক্রিয়া চলমান বলেও জানান রেলপথ মন্ত্রী।
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, বিশ্বের ১৩৫টি দেশে প্রতিবছর সাত লাখ ৫০ টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে। রপ্তানিকারক দেশের মধ্যে উল্লেখযোগ্য ভারতে প্রতিবছর প্রায় ৮০ হাজার, ইরানে ৬০ হাজার, চীনে ৮০ হাজার, মিশরে ৪০ হাজার, ইন্দোনেশিয়া ৩০ হাজার, উজবেকিস্তানে ৫ হাজার টন পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়ে থাকে।
---
মন্তব্য করুন