বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলাবিষয়ক সম্পাদক শ্যামলী মুখার্জির স্বামী সত্যেন্দ্র কুমার পুরকায়স্থ পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তিনি মৃত্যুবরণ করেন (ওঁ দিব্যান লোকান স্ গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সত্যেন্দ্র কুমার পুরকায়স্থের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।
শুক্রবার (২১ মার্চ) এক যৌথ শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্তব্য করুন