আতাউর রহমান
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০২:০৯ এএম
আপডেট : ১৭ মে ২০২৫, ০২:১৩ এএম
অনলাইন সংস্করণ

উত্তেজনাপূর্ণ শেষ ২.৫০ মিনিট কী আলোচনা করেছেন পাইলট-এটিসি

কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান ও ইনসেটে পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ। ছবি : সংগৃহীত
কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান ও ইনসেটে পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ। ছবি : সংগৃহীত

কক্সবাজার থেকে উড্ডয়নের পর একটি চাকা ছিঁটকে পরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটটি যখন ঢাকার আকাশে দেখা যায়, তখনই ককপিটের সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুম টানা যোগাযোগ স্থাপন করে চলে। ফ্লাইটটি নিরাপদে অবতরণের আগে ককপিটের পাইলট ও এটিসির শেষ ২ মিনিট ৫০ সেকেন্ডের উত্তেজনাপূর্ণ কথোপকথনের রেকর্ড এসেছে কালবেলার হাতে।

শুক্রবার (১৬ মে) সময় তখন বেলা দুইটা ১৯ মিনিট। ঢাকার বিমানবন্দরে এটিসি ফ্লাইটটি দেখতে পেয়ে পাইলটকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি কী এই অবস্থায় রানওয়ে ১৪ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন?

ককপিটে থাকা পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ বলেন, ‘অ্যাফার্ম (হ্যাঁ নিশ্চিত করছি)।’

ককপিট থেকে অবতরণের নিশ্চয়তা পেয়ে এটিসি থেকে জানানো হয়, ‘রানওয়ে ১৪ অবতরণের জন্য প্রস্তুত আছে। আপনি অবতরণ করতে পারেন।’

এটিসির বার্তা পাওয়ার ৯০ সেকেন্ড পর দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে। এরপরও এটিসি থেকে ক্যাপ্টেন জামিলের সঙ্গে চলে কথোপকথন।

ফ্লাইটটি নিরাপদ ল্যান্ডিং সম্পন্নের পর এটিসিকে ককপিট থেকে জানানো হয়, ‘আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছি। কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয়।’

এটিসি থেকে ফের জানতে চাওয়া হয়, ‘আপনি কী কনফার্ম করছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন? ‘

ককপিট থেকে ক্যাপ্টেন বলেন, ‘হ্যাঁ, আমি আবারও নিশ্চিত করছি।’

এটিসি থেকে ফের জিজ্ঞেস করা হয়, ‘আপনি কী কনফার্ম করছেন সবকিছু একেবারে স্বাভাবিক রয়েছে?’

তখনও পাইলট জামিল ফের নিশ্চিত করে বলেন, ‘এভরিথিং ইজ অ্যাবসালুটলি ফাইন (সবকিছু ঠিক আছে)।’

এটিসি থেকে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে।’

তখন ক্যাপ্টেন জামিল এটিসিতে বার্তা পাঠিয়ে বলেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কক্সবাজার এবং চট্টগ্রামের এটিসিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন।’

এটিসি থেকে পাইলটকে অবগত করে বলা হয়, ‘আপনার বার্তাটি কক্সবাজার ও চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে। আপনি ট্যাক্সিওয়েতে অবস্থান করুন।’

বিমানের কর্মকর্তারা জানান, শুক্রবার বেলা দেড়টায় কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটি ৭১ যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। কক্সবাজারে রানওয়েতে টেক অফের সময় এয়ারক্রাফটটির ল্যান্ডিং গিয়ারের বাম পাশের একটি চাকা যান্ত্রিক কারণে খুলে যায়। তবে পাইলট দক্ষতার সঙ্গে ফ্লাইটটি ঢাকায় এনে নিরাপদে জরুরি অবতরণ করান।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এমন জটিল পরিস্থিতিতে ফ্লাইটের ক্যাপ্টেন হিসেবে পাইলটকে ধৈর্যশীল হয়ে নিজের দক্ষতা ও প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগাতে হয়। ফ্লাইটটির পাইলট জামিল তাই করেছেন।

সাধারণত জরুরি অবতরণের আগে এয়ারক্র্যাফট আকাশে চক্কর দিয়ে ফুয়েল নষ্ট করে থাকে, এতে অবতরণের সময় আগুন ধরার সম্ভাবনা থাকে না। তবে পাইলট জামিল ছিলেন আত্মবিশ্বাসী। তিনি প্রথম চেষ্টাতেই ফ্লাইটটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।

যদিও ওই সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসসহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা প্রস্তুত রেখেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ৯০ হাজার জীবন হারিয়েছি, ক্ষতি ১৫০ বিলিয়ন ডলার : শেহবাজ

১৭ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যুদ্ধে পাকিস্তানের গণমাধ্যম ‘দায়িত্বশীল ভূমিকা রেখেছে’

মাগুরার সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭ মে : আজকের নামাজের সময়সূচি

বাঞ্ছারামপুরে আম পাড়া নিয়ে সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৮

চকরিয়ায় অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১০

বিসিএস ট্যাক্সেস অ্যাসোসিয়েশন অবৈধ ও বিলুপ্ত ঘোষণা

১১

স্বাস্থ্য পরামর্শ / ঘন ঘন খিঁচুনি মৃগী রোগের লক্ষণ

১২

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

১৩

উত্তেজনাপূর্ণ শেষ ২.৫০ মিনিট কী আলোচনা করেছেন পাইলট-এটিসি

১৪

‘সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ সংকটে পড়বে’ 

১৫

প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে ছিলাম, বললেন জবি শিক্ষার্থী

১৬

‘জীবনের চাকা আপনার হাতে’- আফজাল হোসেনের বইয়ের মোড়ক উন্মোচন 

১৭

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘সচিবালয় অভিমুখে লংমার্চ’ শনিবার

১৮

ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ

১৯

ধানমন্ডিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

২০
X