স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের আওতাধীন কারা স্টাফদের ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন স্মার্ট কারা প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র। নবনির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্রটি আগামী সেপ্টেম্বর মাসের যে কোনো সময় উদ্বোধন করার কথা রয়েছে।
কারা অধিদপ্তর সূত্র মতে, রাখিব নিরাপদ দেখাব আলোর পথ এ মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে পদ্মা নদীর উত্তর তীরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে গড়ে উঠেছে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র।
যেখানে তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণের জন্য সারা দেশের ৬৮ টি কারাগার নিয়োজিত কারা কর্মকর্তা, কর্মচারী স্টাফদের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষিত কারা প্রশাসন গড়ে তোলার জন্য সরকার প্রায় ৯৪ কোটি ব্যয় রাজশাহী বিভাগ বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে। যেখানে কারারক্ষী, প্রধান কারারক্ষী, ডেপুটি জেলার, জেলারসহ সব কারা স্টাফদের প্রযুক্তিনির্ভর স্মার্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এ ব্যাপারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল কালবেলাকে প্রতিবেদককে বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্রটির ফিনিশিং কাজ শেষ পর্যায়ে। সরকারিভাবে প্রতিষ্ঠানটির নামকরণ নির্ধারণের পর আগামী সেপ্টেম্বর মাসের যে কোনো সময় উদ্বোধনের চেষ্টা চলছে। বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের ব্যাপারে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হক বলেন, কারাগারকে আধুনিকও সত্যিকারের সংশোধনাগারে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সংস্কারকাজের অংশ হিসেবে রাজশাহীতে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়সূচি অনুযায়ী আগামী মাসে উদ্বোধনের জন্য সময় চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কারা অধিদপ্তরের অধীন বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্রটি কারা স্টাফদের সার্বিক নিরাপত্তা বিধান, সুশৃঙ্খল আচরণ, বন্দিদের প্রতি মানবিক আচরণ, সৌজন্যবোধও প্রযোজ্য বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কারা প্রশাসনিক গড়ে তোলাই এর অন্যতম উদ্দেশ্য।
মন্তব্য করুন