কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:৪০ এএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

জাতিসংঘ শান্তিরক্ষীতে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষীতে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ বৃহস্পতিবার (২৯ মে)। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এসব কথা জানায়।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) প্রধান অতিথি হিসেবে সকাল বেলা শান্তিরক্ষী দৌড় বা র‌্যালি-২০২৫ অনুষ্ঠান উদ্বোধন করবেন। পরবর্তী সময়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়েছে।

দীর্ঘ চার দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে, ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১০টি দেশে আমাদের ৫ হাজার ৮১৮ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে যার মধ্যে রয়েছে ৪৪৪ জন নারী শান্তিরক্ষী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ বছর দুজন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হচ্ছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দিবসটির তাৎপর্য তুলে ধরার লক্ষে বিশেষ জার্নাল ও জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে এবং বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি চ্যানেলে বিশেষ টক-শো প্রচারিত হচ্ছে। এ ছাড়া, শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপদেষ্টামণ্ডলীর সদস্যরা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনাররা, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিন বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যম ব্যক্তিত্বসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবাইকে নিয়েই আগামীর দেশ গঠন করা হবে : কফিল উদ্দিন

ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই ভারতের দাপট

‘সিলেটে ৩ মাসের মধ্যে ক্যানসার হাসপাতালের কার্যক্রম শুরু হবে’

জাতীয় কবিতা পরিষদের নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন

জুবিন গার্গকে নিয়ে যা বললেন অনন্ত জলিল

বৃষ্টি উপেক্ষা করে সিলেটে প্রতিমা বিসর্জনে ভক্তের ঢল

৩১ দফা বাস্তবায়নে দৌলতপুরে গণসংযোগে শরিফ উদ্দিন জুয়েল

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

প্রবাসী স্বামী তালাক দেওয়ায় যে কাণ্ড ঘটালেন স্ত্রী

ব্রহ্মপুত্র নদে ময়মনসিংহের প্রতিমা বিসর্জন

১০

কেউ আপনাকে গোপনে ভালোবাসছে কি না, বুঝে নিন ১০ লক্ষণে

১১

বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না : বিজিএমইএ সভাপতি

১২

এবার তিন দাবিতে বিসিবি নির্বাচনের সময় পেছানোর দাবি

১৩

সোশ্যাল মিডিয়ায় ট্রলিং নিয়ে স্বস্তিকার বিস্ফোরক মন্তব্য

১৪

মাদক ব্যবসার দ্বন্দ্বে সশস্ত্র হামলা, কিশোর গুলিবিদ্ধ

১৫

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

১৬

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

১৭

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

১৮

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

১৯

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

২০
X