বাংলাদেশ ভারত কর্ম সাথী ফোরাম ও বৃহস্পতি আড্ডা ভারতের কলকাতার সিন্ধুরা একাডেমি অব কালচারের প্রতিষ্ঠাতা ও সম্পাদিকা সোনালী গাঙ্গুলীর নেতৃত্বে ৫ শিল্পীকে সংবর্ধনা দিয়েছে। অন্যদিকে সিন্ধুরার পক্ষ থেকে মাতৃবান্ধব পদক প্রদান করা হয় ডরপের প্রতিষ্ঠাতা ও সিইও এ এইচ এম নোমানকে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকাস্থ ডরপের সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডরপ’র চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন স্বাগত বক্তব্য দেন। সিন্ধুরার পূবালী ঘোষ, সুমিতা সাথ, মনিদীপা গাঙ্গুলী, দেবনিষ্ঠা জানা কিউরিয়াস টিবির প্রধান সম্পাদক খান মোহাম্মদ সালেক।
ভারতের কলকাতার সিন্ধুরা একাডেমি অব কালচারের শিল্পীদের সংবর্ধনা এবং ডরপ-এর প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমানকে মাতৃবান্ধব পদক প্রদান অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাড়াতে বেশি করে সাংস্কৃতিক কর্মীর সফর বিনিময়ের ওপর জোর দিয়েছেন।
এএইচএম নোমান বলেন, দারিদ্র্য ও শান্তি একসাথে চলতে পারে না। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য সবার আগে দারিদ্র্য দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
ভারতের সিন্ধুরা একাডেমী অব কালচারের প্রতিষ্ঠাতা ও সম্পাদিকা সোনালী গাঙ্গুলী বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশ হলেও দুই বাংলা এক হয়ে আছে আত্মার বন্ধনে।
ডরপ-এর চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিন্ধুরা একাডেমির পূবালী ঘোষ, সুমিতা সাহা, মনিদীতা গাঙ্গুলী, দেবনিষ্ঠা জানা, ভারত থেকে আসা কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল ও কিউরিয়াস টিভির প্রধান সম্পাদক খান মোহাম্মদ সালেক বক্তৃতা করেন। ডরপ-এর নির্বাহী পরিচালক জোবায়ের হাসান সবাইকে ধন্যবাদ জানান। পরে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। উপ নিবাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান সংবধনা অনুষ্ঠানের সমাপ্তি জানান।
মন্তব্য করুন