কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ২১ দিনে গ্রেপ্তার কত, জানাল সেনাবাহিনী

ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

সারা দেশে গত ২১ দিনে সেনাবাহিনীর অভিযানে ৯৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সারা দেশে গত ২১ দিনে সেনাবাহিনীর অভিযানে ৯৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও গ্যাং সদস্য রয়েছেন। অভিযানে ৫৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ৯৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, এ ছাড়া চলতি বছরের আগস্ট থেকে এ পর্যন্ত মোট ১৫ হাজার ২৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অনেকে কুখ্যাত অপরাধী হিসেবে পরিচিত।

তিনি বলেন, অপরাধীদের মধ্যে ২৭ মে কুষ্টিয়া থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলী ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল এলাকা থেকে শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়।

এ ছাড়াও একইদিনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে একাধিক মামলা রয়েছে। অভিযানের ফলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে।

তিনি আরও বলেন, গত ৪ জুন ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার ১০ সহযোগীকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। সোহেলের বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

পরদিন, ৫ জুন কক্সবাজারের মাঝিরকাটা এলাকায় অভিযানে কুখ্যাত শাহীনুর রহমান ওরফে শাহীন ডাকাতকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, মাদক এবং চাঁদাবাজিসহ ২০টির বেশি মামলা রয়েছে। অভিযানে একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ মোট চারটি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়।

৬ জুন কুষ্টিয়ার দূর্বাচর এলাকায় সেনাবাহিনীর আরেকটি বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছয়টি বিদেশি পিস্তল, একটি লং ব্যারেল গান, ১০টি পিস্তলের ম্যাগাজিন এবং ১১৯ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সেনাবাহিনীর জনসেবামূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেছেন কর্নেল মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, অতিবৃষ্টিতে চট্টগ্রামের আনোয়ারায় একটি বাঁধ ক্ষতিগ্রস্ত হলে সেনাবাহিনী দ্রুত সেখানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাঁধ মেরামতের কাজ করে। এতে বড় ধরনের প্লাবনের হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

বন্যাকবলিত হবিগঞ্জে ঈদের দিন (৭ জুন) ১৭ পদাতিক ডিভিশনের সদস্যরা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করেন।

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ প্রতিরোধে সেনাসদরে ২৭ মে অনুষ্ঠিত এক সভায় ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী মিরপুরের একটি চকলেট কারখানায় অভিযান চালায়। অভিযানে কারখানাটিকে ৭ লাখ টাকা জরিমানা এবং সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

কর্নেল শফিকুল বলেন, এই ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে সেনাবাহিনী শুধু নিরাপত্তা নয়, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চবি শিক্ষককে হেনেস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

রাফিনিয়ার জোড়া গোলে ক্লাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

১০

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

১১

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১২

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১৩

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৪

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৫

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

১৬

খালেদা জিয়ার আদর্শে জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক ঢাকা গড়ব : রবিন

১৭

জেদ্দায় উপদেষ্টা তৌহিদ-ইসহাক দারের সাক্ষাৎ, যে বিষয়ে আলোচনা

১৮

টেকনাফে গুলিবিদ্ধ স্কুলছাত্রীর অবস্থা সংকটাপন্ন

১৯

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৮

২০
X