কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০১:২৫ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-চীন-পাকিস্তান মিলে কোনো জোট হচ্ছে না : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ, চীন ও পাকিস্তানকে ঘিরে ত্রিপক্ষীয় কোনো জোট হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেছেন, ‘আমরা কোনো জোট গঠন করছি না। এই উদ্যোগটি মূলত চীনের এবং এটি সম্পূর্ণভাবে একটি অফিসিয়াল পর্যায়ের বিষয়—এটি রাজনৈতিক কোনো উদ্যোগ নয়।’

বৃহস্পতিবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে, গত ১৯ জুন চীনের কুনমিংয়ে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠককে কেন্দ্র করে একটি সম্ভাব্য জোট গঠনের গুঞ্জন ওঠে।

তৌহিদ হোসেন জানান, ওইদিন কুনমিংয়ে একটি প্রদর্শনী চলছিল। সেখানে সাইডলাইনে তিন দেশের পররাষ্ট্র সচিবরা বসে আলাপ করেন। আলোচনার বিষয় ছিল সংযুক্তি (কানেকটিভিটি), ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ইত্যাদি। কোনো রাজনৈতিক বা জোট গঠনের আলোচনার প্রসঙ্গই আসেনি। এটি ছিল বাস্তবভিত্তিক কিছু সম্ভাবনার আলোচনা মাত্র।

তিনি আরও বলেন, এটা নিয়ে বেশি কিছু অনুমান করার প্রয়োজন নেই। আমরা এটিকে যেভাবে দেখেছি, সেটাই আমাদের বিজ্ঞপ্তিতে উঠে এসেছে। অন্য দেশগুলো নিজেদের মতো করে ব্যাখ্যা করেছে, এটিই স্বাভাবিক। ভবিষ্যতে যদি আরও কাঠামোগত অগ্রগতি হয়, তাহলে তা জানানো হবে।

তিন দেশের মধ্যে সহযোগিতা জোরদারে চীন ও পাকিস্তানের পক্ষ থেকে একটি 'জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ' (JWG) গঠনের কথা বলা হলেও, বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে তার উল্লেখ নেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কিছু অস্বীকার করছি না। কিন্তু আমাদের বিজ্ঞপ্তিতে যা আছে, তা থেকেই পরিষ্কার যে এটি খুব বড় কোনো কাঠামোগত বিষয় নয়।’

ত্রিপক্ষীয় বৈঠকটি তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, এটি কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে করা হয়নি। আর যদি অন্য কোনো দেশও এমন বৈঠক চায়, যেমন ভারত বা নেপাল—তাহলেও আমরা প্রস্তুত। বিষয়টি হলো কানেকটিভিটি ও অর্থনৈতিক সুযোগ বাড়ানো।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যেহেতু চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক হয়েছে, তাই কিছুটা সন্দেহ বা আলোচনার জন্ম দিয়েছে। অথচ যদি অন্য কোনো তিন দেশ যাদের নাম বিতর্কিত নয়—এই বৈঠকে থাকত, তাহলে হয়তো এ নিয়ে এত আলোচনা হতো না।

তিনি মন্তব্য করেন, তিন দেশ একসঙ্গে বসেছে, এটিই বাস্তবতা। কিন্তু এটিকে ঘিরে অতিরিক্ত জল্পনার সুযোগ নেই। শুধু দেশগুলোর নামের কারণেই এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা বলল ইসি

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাবের যাত্রা শুরু

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

ঢাকায় স্মার্ট মিটার সিস্টেম (এসডব্লিউএম) পাইলট প্রকল্পের উদ্বোধন

শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার পরিকল্পনা ৩১ দফায় রয়েছে : নুরুদ্দিন অপু

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. কামরুল হাসান

নিষিদ্ধ যুবলীগের দুই অস্ত্রধারী ক্যাডার গ্রেপ্তার

এক ট্রফিতেই মিলল ২ হাজার ৬২ কোটি টাকা!

বন্দরে ভারতীয় ট্রাকে মিলল ৫৩ কার্টন ইলিশ

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতিতে এসেছি : ইশরাক

১০

বিশ্বকাপ ট্রফি দেখে যে বাজি ধরলেন জামাল ভূঁইয়া 

১১

নঈম নিজাম-বোরহান কবীরসহ ৩ সাংবাদিকের মামলা বাতিল

১২

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

১৩

বিবাহবার্ষিকীর দিনেই জনপ্রিয় অভিনেত্রীকে তালাকের নোটিশ

১৪

আমিরের শোকজ প্রসঙ্গে যা বলছে বাংলাদেশ খেলাফত মজলিস

১৫

মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা

১৬

আলোচনায় রাফসানের সাবেক স্ত্রী 

১৭

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত

১৮

কুমিল্লায় তারেক রহমানের নির্বাচনী জনসভা ২৪ জানুয়ারি

১৯

নির্বাচন করতে পারবেন কি না বিএনপির মঞ্জুরুল, জানালেন আইনজীবী

২০
X