জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের হত্যার ঘটনায় ফরেনসিক বিশ্লেষণে দুটো বিষয় স্পষ্ট হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (১৩ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ‘খুনের প্রমাণ’ শিরোনামে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ বিষয়ে জানান।
এ ছাড়া পোস্টে তিনি ‘শুট মি আই বিয়ার মাই চেস্ট : দ্য কিলিং অব আবু সাঈদ’ শিরোনামে একটি ভিডিও লিংক শেয়ার করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘এই ফরেনসিক বিশ্লেষণে দুটো বিষয় স্পষ্ট হয়েছে। এক. পুলিশ আবু সাঈদকে টার্গেট করে প্রাণঘাতী অস্ত্র দিয়ে খুন করেছে। দুই. আবু সাঈদকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে কোনো দেরি করা হয়নি। তাকে এমনভাবে গুলি করা হয়েছিল যে, বাঁচার কোনো সম্ভাবনা ছিল না।’
‘এটা দেখে আমার আরেকটা জিনিস মনে হয়েছে। সেটি হচ্ছে, আবু সাঈদ জেনেশুনে খুন হওয়ার ঝুঁকি নিয়েই প্রতিবাদ করেছে।’
শেষে তিনি লেখেন, ‘আবু সাঈদ জুলাই গণঅভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ।’
মন্তব্য করুন