

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঘিরে একটা নতুন পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি। তিনি শুধু ক্ষমতার কথা বলছেন না। তিনি রাষ্ট্র মেরামতের কথা বলছেন। অতএব, ভবিষ্যতের এক পরিকল্পিত বাংলাদেশ, এক পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি এবং এক পরিবর্তিত বাংলাদেশের নেতৃত্ব তাকে দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বরিশাল ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের চেয়ারম্যান রাষ্ট্রনায়ক হওয়ার জন্য তার যে বক্তব্য আমরা ইতোমধ্যেই পেয়েছি তার প্রতিটি বক্তব্যের মধ্যেই প্রমাণ হয়েছে ‘হি হ্যাজ এ ড্রিম’। তিনি নিজেই বলেছেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। এই প্ল্যানটা এখন বাংলাদেশের মানুষদের কাছে যত বেশি উপস্থাপন করতে পারবেন তত বেশি কিন্তু তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের রাজনীতির এক নতুন পর্ব শুরু হবে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মরহুম শেখ মুজিবুর রহমানকে ঘিরে একটা পর্ব গিয়েছে, এরশাদকে নিয়ে একটা পর্ব গিয়েছে, তার পরে আমাদের মাতৃতুল্য নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুটি শাসনামলকে ঘিরে একটা পর্ব গিয়েছে। বাংলাদেশে এখন শুধু ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঘিরে স্বাধীনতার ৫৫ বছর পরে একটা নতুন পর্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি।
স্বপন বলেন, তারেক রহমান শুধু ক্ষমতার কথাই বলছেন না। তিনি রাষ্ট্র মেরামতের কথা বলছেন। এমনকি যখন ফ্যাসিবাদকে উৎখাত করার সংগ্রাম চলছে সেই একই সময় কিন্তু তিনি রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন। অতএব, শুধু ক্ষমতা নয়, ভবিষ্যতের এক পরিকল্পিত বাংলাদেশ, এক পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি এবং এক পরিবর্তিত বাংলাদেশের নেতৃত্ব তাকে দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা সবাই মিলে আমাদের নেতাকে সেই সুযোগ তৈরি করে দেব এই বিষয়টি সবাই মাথায় রাখবেন।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন- বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান প্রমুখ।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু। এ সময় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিভাগীয়, জেলা ও মহানগরসহ সাংগঠনিক ৮টি জেলা এবং উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
মন্তব্য করুন