

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা আমরা গণভোটে ধারণ করতে চাই। যদি জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে তাহলে আর দেশ সর্বগ্রাসী ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের নিমতলায় গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ক্ষমতা ধরে রাখার যে অপ্রয়াস নামমাত্র নির্বাচন দিয়ে প্রহসন করে ক্ষমতায় টিকে থাকার মানসিকতা গণভোটের মাধ্যমে তা পরিহার হবে। সংবিধানের কোনো মৌলিক পরিবর্তন করতে হলে নির্বাচিত সরকার গণভোট দিয়ে পরিবর্তন করতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, এই প্রথম বাংলাদেশের ইতিহাসেব একটি ফ্রি এন্ড ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত নির্বাচনগুলোতে সরকারে ইচ্ছে ছিল কারা ক্ষমতায় আসবে কিন্তু এবারই জনগণ যাকে ভোট দিবে সেই দলই নির্বাচিত হবে। আমরা সবাই নিরপেক্ষ হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আগামী নির্বাচনে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন