কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমের প্রশংসা করলেন লরেন ড্রেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে লরেন ড্রেয়ারের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে লরেন ড্রেয়ারের বৈঠক

স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

লরেন বলেন, আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের দৃঢ়তা কখনো দেখিনি। আমার স্পেসএক্সের সকল সহকর্মীর পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আপনার দলের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

এ সময় প্রধান উপদেষ্টা স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারকে বলেন, এখন বর্ষাকাল। একই সঙ্গে আমরা বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করি। এ সময়ে নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সংযোগ রক্ষা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

তিনি বলেন, আমাদের পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোয় উন্নত সংযোগের জরুরি প্রয়োজন। এই অঞ্চলগুলোতে স্কুল, শিক্ষক ও ডাক্তারের অভাব রয়েছে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্য নির্ধারণ করেছি। যা বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীদের জন্য অনেক উপকারী হবে।

সমন্বিত স্বাস্থ্যসেবার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি। যেন দুর্গম এলাকার মানুষ অনলাইনে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারেন। গর্ভাবস্থার সময় অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষদের সহায়তা নিতে হয়; কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিরাও ডিজিটাল স্বাস্থ্যসেবা থেকে উপকৃত হবেন। ভাষার বাধার কারণে অনেকে বিদেশে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে দ্বিধা করেন। এ ব্যবস্থায় তারা বিদেশ থেকে বাংলাদেশি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে পারবেন। আমরা এখানে ছোট ছোট উদ্যোগ নিচ্ছি।

অধ্যাপক ইউনূসের বক্তব্যের প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, আপনি যে উদাহরণ স্থাপন করছেন, তা অন্য নেতাদের সঙ্গেও শেয়ার করা উচিত। ড. ইউনূস যদি নিজের দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের পদক্ষেপেরও প্রশংসা করেন।

তিনি বলেন, আপনার জনসেবা জনগণের কাছে পৌঁছানোর উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বের নানা প্রান্তে ঘুরি, জানি দুর্নীতি কত বড় সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসনব্যবস্থা উন্নত করার যে ভাবনা আপনি উপস্থাপন করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তাইয়েব এবং বিআইডিএ ও বিইজেডএর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধাদের নতুন কর্মসূচি

রাজবাড়ীতে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুষ্ঠানে যোগ দিলেও জুলাই সনদে সই করেনি যে দল

বান্দরবানের আলীকদমে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লায় নানা আয়োজনে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটের পাঁচবিবিতে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

জুলাই সনদ স্বাক্ষরে বিরত থাকার কারণ জানালেন আখতার

মায়ামি ম্যাচ বিতর্কে উত্তাল লা লিগা, খেলোয়াড়দের ভাবনায় প্রতিবাদ

প্রাইভেসি পলিসি কেন জরুরি

কালবেলার গৌরবের ৩ বছর পূর্তিতে পটুয়াখালীতে বর্ণিল উৎসব

১০

বিএনপিতে ঐক্যের নজির, সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব

১১

তৈলাক্ত ত্বকের জন্য সহজ স্কিন কেয়ার রুটিন

১২

পেন কানাডার ‘ভয়েসেস অব ফ্রিডমে’ বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান

১৩

চুয়াডাঙ্গায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বকেয়া বেতনের অভিযোগে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী

১৫

এনসিপির অনুপস্থিতি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৬

পবিত্র নগরী মক্কাকে ঘিরে সৌদির নতুন পরিকল্পনা

১৭

সাতক্ষীরায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ছাত্রদল

১৮

ঘরেই বানিয়ে ফেলুন দারুণ নরম চকোলেট স্পঞ্জ কেক

১৯

অভিনব কায়দায় অসুস্থ সাজলেন আসামি, সিসিটিভি দেখে বিস্মিত বিচারক

২০
X