প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, করোনা মহামারি, ডেঙ্গু প্রতিরোধসহ দেশের সব মানবিক কার্যক্রমে বিরামহীন সেবা দিয়ে চলেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) স্বেচ্ছাসেবীরা। পার্বত্য অঞ্চল, দুর্গম বা ঝুঁকিপূর্ণ এলাকায়ও মানুষের পাশে থাকে লাল জ্যাকেটের ৭ লাখের বেশি স্বেচ্ছাসেবী। সংবেদনশীল ও স্পর্শকাতর পরিস্থিতিসহ জাতির যে কোনো দুর্যোগে নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমসহ সবার সহযোগিতা চায় দেশ-বিদেশে সুনাম অর্জনকারী সংস্থাটি।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) সহায়তায় বিডিআরসিএসের উদ্যোগে রাজধানীর বাংলাদেশ স্থাপতি ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘মানবিক কার্যক্রমে নিরাপদ প্রবেশাধিকার’বিষয়ক জাতীয় গোলটেবিল বৈঠকের আলোচনায় সোমবার (৪ সেপ্টেম্বর) এসব কথা উঠে আসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আইসিআরসির হেড অব ডেলিগেশন এগনেস ধুর, বিডিআরসিএস’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব, ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা।
বক্তারা মানবিক কার্যক্রমে রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং কার্যকর সেবা নিশ্চিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন