লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর মারা গেছেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
রোববার (৭ সেপ্টেম্বর) তিনি ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাস দেন।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘একতরফা ইতিহাস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির বাইরে গিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাঁকগুলো তার লেখায় তুলে রেখেছিলেন উমর ভাই, বদরুদ্দীন উমর। তার ইতিহাস আলোচনা আর নির্মোহ রাজনৈতিক বিশ্লেষণ অনন্য। অথচ, আমাদের দুর্ভাগ্য আমাদের প্রতিষ্ঠানগুলো ওনাকে সেলেব্রেট করা দূরে থাক, ওনার লেখা বই যেন সরকারি পাঠাগারে না থাকে তার ব্যবস্থা করেছিল। কারণ? আওয়ামী মিথ্যা বয়ান আর ইতিহাস কল্পনাকে তিনি প্রশ্ন করেছেন।’
তিনি বলেন, ‘হেজেমনিক ক্লাইমেটের বাইরে গিয়ে নতুন বাংলাদেশের চিন্তার গতিপথ নির্ধারণে যে কয়েকজন বিশ্লেষক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন উমর ভাই তাদের মধ্যে অন্যতম। আমি বড় মানুষদের দূর থেকেই ভালোবাসি। কিন্তু সরকারি দায়িত্ব নেয়ার পর তার সাথে ইন্টারেকশন জরুরি হয়ে পড়ে স্বাধীনতা পদক দেওয়ার সময়। তিনি কখনোই কোনো পুরস্কার গ্রহণ করেননি। এবারও গ্রহণ করবেন না জেনেও তাকে পুরস্কার প্রদানের ব্যতিক্রমি সিদ্ধান্ত নেই আমরা। কারণ উমর ভাইয়ের পদকের প্রয়োজন নাই, পদকের ওনাকে প্রয়োজন, এই রাষ্ট্রের ওনাকে সেলেব্রেট করা প্রয়োজন। প্রয়োজন ওনাকে পাঠের। আমরা সব লাইব্রেরিতে তাই ওনার বইয়ের সরবরাহ নিশ্চিত করেছি।’
স্ট্যাটাসের শেষে ফারুকী বলেন, ‘তার মৃত্যুতে গভীর শোক জানাই। তার চিন্তা এবং বিশ্লেষণ আমাদের জন্য এক বিরাট শক্তি হয়ে থাকল।’
মন্তব্য করুন