স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ৩৬ বছরের ইতিহাসে এমন দৃশ্য আগে দেখা যায়নি। বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের নজির গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ে শনিবার আফগানিস্তানের দেওয়া ২৮৪ রানের পাহাড়সম লক্ষ্য তিন উইকেট হাতে রেখেই টপকে গেল যুবারা—যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়।

২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই এই কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে যুব এশিয়া কাপে রান তাড়ায় সর্বোচ্চ সাফল্য ছিল ২৬০ রান—২০২১ সালে ভারতের এবং ২০২৩ সালে পাকিস্তানের। সেই দুই রেকর্ডই এবার ছাপিয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৮৩ রান। দলের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেন ফয়সাল শিনোজাদা। ৯৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি, যা বাংলাদেশের বিপক্ষে যুব ওয়ানডেতে তার তৃতীয় শতক।

বিশাল লক্ষ্য তাড়ায় বাংলাদেশের ভিত গড়ে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। দুজন মিলে মাত্র ২৬.৪ ওভারেই যোগ করেন ১৫১ রান। রিফাত বেগ ৬৮ বলে ৬২ রান করে ফিরলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি বাংলাদেশের হাতে। জাওয়াদ আবরার খেলেন দুর্দান্ত এক ইনিংস—১১২ বলে ৯৬ রান। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় তার। নড়বড়ে নব্বইয়ের ঘরে পৌঁছে হতাশায় মাঠ ছাড়তে হয় এই ওপেনারকে।

দুই ওপেনার ফিরলে খানিকটা চাপ তৈরি হয় বাংলাদেশের ওপর। অধিনায়ক আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও অল্প সময়ের ব্যবধানে কয়েকটি উইকেট পড়ে গেলে উত্তেজনা বাড়ে ম্যাচে। তবে শেষ দিকে শেখ পারভেজের কার্যকর ব্যাটিং ম্যাচের মোড় আবার বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেয়।

শেষ ওভারের আগে সমীকরণ নেমে আসে নাগালের মধ্যে। শেষ পর্যন্ত শাহরিয়ার আহমেদের এক রানের সঙ্গে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাত বল হাতে রেখেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

জাওয়াদ আবরার তার ব্যতিক্রমী ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। এই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ যুবারা পরবর্তী ম্যাচে সোমবার নেপালের মুখোমুখি হবে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান অ-১৯ : ৫০ ওভারে ২৮৩/৭

বাংলাদেশ অ-১৯ : ৪৮.৫ ওভারে ২৮৪/৭

ফল : বাংলাদেশ ৩ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : জাওয়াদ আবরার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে বড় লাফ, রোববার থেকে কার্যকর

ইনজুরির দুঃসংবাদে জর্জরিত রিয়াল, অনুপস্থিত থাকতে পারেন এমবাপ্পেসহ ১২ জন

ট্যানেল দিয়ে ইউরোপে অনুপ্রবেশ, বাংলাদেশিসহ আটক ১৩০

বিকাশ কর্মীকে গুলি করে টাকার ব্যাগ ছিনতাই

ধানের শীষে ভোট দিন, হাটহাজারীর ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব : মীর হেলাল

চেন্নাস্বামীতে ক্রিকেট ফেরার সবুজ সংকেত

আইইউবিএটি’তে ‘গ্লোবাল সাসটেইনেবিলিটি ও টেকসই ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

বাড়তি নিরাপত্তা চেয়ে ইসির চিঠি 

হাদির ওপর গুলি নির্বাচন বানচালের ষড়যন্ত্র : ড্যাব

১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

১১

নির্বাচনের পরিবেশ ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রুমিন ফারহানার

১২

বিএনপির মনোনয়ন না পেয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন তিনি

১৩

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত : মাসুদুজ্জামান

১৪

চার দফা দাবিতে বিসিবিতে ক্রিকেটারদের অবস্থান

১৫

পরিবারের সদস্যরা আমার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন : প্রেস সচিব

১৬

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

১৭

রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের ইতিহাস গড়া জয়

১৮

পুতিন-এরদোয়ানের বৈঠক, যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা

১৯

বেতারের কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দু’জন গ্রেপ্তার 

২০
X