

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ভিন্নমত প্রকাশ ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা নাগরিকের মৌলিক অধিকার। মতপ্রকাশের স্বাধীনতা দমন করতে পরিকল্পিত সন্ত্রাসী হামলা কেবল একটি ব্যক্তির ওপর নয়, বরং এই হামলাটি সমগ্র গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রের সাংবিধানিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।
তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন সংঘটিত এ ধরনের হামলা প্রমাণ করে, একটি কুচক্রী মহল এখনো ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। গুপ্তবাহিনীর দেশবিরোধী সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে এদেশের সাধারণ মানুষকে প্রস্তত থাকার আহ্বান জানান তারা।
নেতৃদ্বয় বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করাও জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। এই প্রেক্ষাপটে দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বসহ সকল গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আগামীর বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পূর্বে রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলা তার স্বদেশ প্রত্যাবর্তনকে ব্যাহত করার এক অপকৌশল মাত্র। সন্ত্রাসীদের পরাজয় সুনিশ্চিত। বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে তারেক রহমান দেশে আগমন করলে উনার নিরাপত্তা ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় রাজনীতির স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে গণতন্ত্রে উত্তরণের পথকে সুগম করতে অন্তর্বর্তী সরকার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন বলে ড্যাব নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করেন।
ড্যাব নেতৃদ্বয় আরও বলেন, গণতন্ত্রের সৌন্দর্য নিহিত রয়েছে আইনের শাসন, সহনশীলতা ও ন্যায়বিচারে। সহিংসতা ও সন্ত্রাসের কোনো স্থান গণতান্ত্রিক সমাজে থাকতে পারে না। তাই অবিলম্বে এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ড্যাব নেতৃদ্বয়।
মন্তব্য করুন