বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিএর সক্ষমতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ে চিঠি

বিআরটিএ অফিসে অপেক্ষমাণ সেবাপ্রত্যাশীরা। পুরোনো ছবি : সংগৃহীত
বিআরটিএ অফিসে অপেক্ষমাণ সেবাপ্রত্যাশীরা। পুরোনো ছবি : সংগৃহীত

যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে প্রদান না করে বিআরটিএর সক্ষমতা বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ অটোরিকশা, অটোটেম্পো, ট্যাক্সিচালক শ্রমিক ফেডারেশন।

সোমবার (০৮ সেপ্টেম্বর) ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে এ-সংক্রান্ত চিঠি দিয়ে এ দাবি জানিয়েছেন।

এতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করার জন্য বেসরকারি খাতকে দায়িত্ব প্রদান করতে যাচ্ছেন। বেসরকারি খাতে ইতোপূর্বে লাইসেন্স প্রিন্টিংয়ের মাদ্রাস সিকিউরিটিস কোম্পানি লিমিটেডের ও অন্যান্য খাতে টাইগার আইটি এবং সিএনএসকে দায়িত্ব প্রদান করলেও জনগণ তাদের নিকট থেকে কাঙ্ক্ষিত সেবা পায় নাই।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৮৩ সালে বিআরটিএ ২০০ জন কর্মকর্তা কর্মচারীদের নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এর কর্মকর্তা কর্মচারী সংখ্যা ৭০০-এর উপরে। কিন্তু এত কম সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়েও বিআরটিএ সমগ্র বাংলাদেশব্যাপী সেবা দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে সমগ্র বাংলাদেশে বিআরটিএর কর্মকর্তা কর্মচারীর ন্যূনতম প্রয়োজন ৩ হাজার জন। বিভিন্ন সময়ে লোকবল নিয়োগ করার জন্য সংস্থাটির পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রেরণ করলেও জনবল নিয়োগ করা হয় নাই। তাই সীমিত সংখ্যক জনবল নিয়েই সংস্থাটি সেবা দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এ ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস দেওয়ার কার্যক্রম আরম্ভ করা হয়েছে। পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশে এই পদ্ধতি আরম্ভ করলে সেবার মান আরও উন্নত হবে। ৮০'র দশকে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র পুলিশ প্রদান করতেন। কিন্তু তখন পুলিশের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় আমরা মালিক-শ্রমিক নেতাদের আন্দোলন ও দাবির ফলে সরকার ১৯৮৩ সালে বিআরটিএ গঠন করেন।

এতে বলা হয়, বেসরকারি খাতে যানবাহনের ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষমতা প্রদান করলে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হবে এবং সাধারণ জনগণ ও পরিবহন মালিক শ্রমিকরা কাঙ্ক্ষিত সেবা পাওয়া থেকে বঞ্চিত হবে। এমতাবস্থায় বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করলে বেসরকারিভাবে গাড়ির ফিটনেস ও লাইসে প্রদানের দায়িত্ব বেসরকারিভাবে প্রদান করার কোনো প্রকার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না এবং বিআরটিএ থেকে সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব আসবে। উল্লেখ্য, নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএ অথচ তারা জনগণকে সেবা দিতে পারবে না, যা অত্যন্ত দুঃখজনক বিষয়।

চিঠির শেষে বলা হয়, জনগণের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার লক্ষ্যে যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স বেসরকারি খাতে প্রদান না করে বিআরটিএর সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ফল ঘোষণা কীভাবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

ডাকসুর ভোট গণনায় সময় লাগার কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

ছাত্রদল নেতার সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি শিক্ষক বললেন, ‘এই কষ্ট কোনোদিন ভুলব না’

ডাকসু : বিএনপি-জামায়াতের সঙ্গে আলোচনায় সরকার

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

তিন হলের ভোট গণনা শেষ

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে স্ববিরোধী তদন্ত সিআইডির

১০

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

১১

ডাকসুর ফলাফল কখন ঘোষণা হবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

১২

এসএ২০ নিলামে দল পেলেন তাইজুল

১৩

তার মতো ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার : সারজিস

১৪

এমন ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না : ভিপি প্রার্থী ইমি

১৫

ডাকসু নির্বাচনে ক্রীড়াঙ্গনের তারকাদের ভোট সংক্রান্ত আক্ষেপ-উচ্ছ্বাস

১৬

‘ছবি তৈরি না হলে বেঁচে আছি কী করে’ ভুয়া খবর নিয়ে ক্ষোভ জয়ার

১৭

ঢাবি প্রশাসনসহ একটি অংশ শিবিরকে সমর্থন জোগাচ্ছে : আমান 

১৮

ভিপি প্রার্থী উমামার রহস্যজনক পোস্ট

১৯

ছাত্র সংসদ গঠনসহ ১৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি

২০
X