ফ্রান্সের রাষ্ট্রপতির আগমন উপলক্ষে গতকাল সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিল নৃত্যালেখ্য, পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি নৃত্যশিল্পীবৃন্দ, নৃত্য পরিচালনা- সাইফুল ইসলাম ইভান ‘স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো’। নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’ পরিবেশনায় বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, নৃত্য পরিচালনা- ফারহানা চৌধুরী বেবী। 'বাংলার বর্ণিল সংস্কৃতি' (চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়) পরিবেশনায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, তপস্যা নৃত্য পরিচালনা-ফিফা চাকমা।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নৈশভোজে অংশ নেন। এ সময় আবহসংগীত পরিবেশিত হয়। রোববার রাত ৮.১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট। আজ সোমবার ফ্রান্সের উদ্দেশে দেশত্যাগ করবেন তিনি।
মন্তব্য করুন