উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। যার প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বৃষ্টিপাত হতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় আজ সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু'এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।
অপর দিকে উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। তবে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। রাজধানী ঢাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে।
গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্য করুন