মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

‘কিছু বুঝার আগেই দেখি সবাই খালের পানিতে’

চাঁদপুরের মতলব দক্ষিণে বাস উল্টে খালে পড়ে যাওয়া জৈনপর পরিবহন। ছবি : কালবেলা
চাঁদপুরের মতলব দক্ষিণে বাস উল্টে খালে পড়ে যাওয়া জৈনপর পরিবহন। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাগদা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে যায়। এতে ২৫ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব-গৌরীপুর সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাসস্ট্যান্ড থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে জৈনপুর পরিবহন বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে উপজেলার নাগদা এলাকায় পৌঁছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি উল্টে পাশের খালে পড়ে যায়। এ সময় ২৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

আহতরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের মো. রাব্বি (২৫), রুবি (৪৯), ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামের মোস্তফা (৬৫), চান্দ্রা বাজার এলাকার বায়েজিদ (৩), একই এলাকার ইয়াসমিন (২৪), চাঁদপুর সদর উপজেলার সোবান গ্রামের লাভলু (৪৫), সাখুয়া গ্রামের শফিকুর রহমান (৪০)। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঘটনার পর থেকে বাসচালক ও চালকের সহকারী পলাতক।

বাসের একাধিক যাত্রীরা বলেন, ‘হঠাৎ বাসটি উল্টাইয়া খালে পড়ে যায়। কিছু বুঝে উঠার আগেই দেখি সব যাত্রীরা খালের পানিতে। আল্লাহ আমাদের মরণের পথ থেকে বাঁচাইছে।’

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, আমি বাড়িতে কাজ করতেছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে আসি। এসে দেখি বাস খালে পড়ে আছে। তারপর বাস থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

মতলব দক্ষিণ উপজেলার নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু বলেন, এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মতলব-গৌরীপুর ৪০ কিলোমিটার সড়কে বাঁক আছে শতাধিক। এজন্য চালকের সতর্ক থাকা জরুরি। কিন্তু বাসের বেপরোয়া গতি ও অদক্ষ চালকের কারণে হয়ত অনেকের প্রাণ শেষ হয়ে যাবে। এই সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মতলব দক্ষিণ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রতন কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনা কবলিত হাসপাতালে আসা ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ৫ জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি আহতদের মতলবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এসে আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। বাসটি উদ্ধারের চেষ্টা করছি।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, ঘটনাস্থলে আমরা গিয়েছি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। আহতদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। চালক ও হেলপার পলাতক।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম ইশমাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১০

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১১

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১২

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৩

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৪

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৫

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৬

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৭

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৮

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৯

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

২০
X