নির্বাচন কমিশনের সব স্বাধীনতা এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই। জিয়ার সময় হ্যাঁ না ভোট আমরা দেখেছি। আর খালেদা জিয়া পুরো নির্বাচন ব্যবস্থাই ধ্বংস করেছেন। তার সময়ে একযোগে ৫শ’ স্থানে বোমা ফাটতে দেখেছি। আমরা আর সেই অবস্থায় ফিরে যেতে চাই না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষাব্যবস্থায় বর্তমান সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার্থীরা আজ ঘরে ঘরে শিখছে। সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠছে। আমরা দক্ষতা বৃদ্ধি করে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের কাজ করে যাচ্ছি।’
বিএনপির আমলের সাথে আওয়ামী লীগ সরকারের আমলের তুলনামূলক চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী আরও বলেন, ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের পুনর্বাসন করে সারাবিশ্বে নজির স্থাপন করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশ এবং নিজের এলাকা চাঁদপুরের নানা উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন তিনি।
মন্তব্য করুন